আজ ১৬ই ডিসেম্বর। সবাইকে জানায় বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।। বাংলাদেশ আজ তাঁর ৪৪ বছরের বিজয় দিবস পালন করছেন। প্রতিদিনের চাইতে আজকের দিনটি একটু আলাদা।
সারারাত বাইরে মাইকে উচ্চস্বরে প্রথমে কিছুক্ষণ দেশাত্মবোধক গান, শেখ মজিবর রহমানের ভাষণ তারপরে সাইয়া মেরী সুপারস্টার জাতীয় বেজাতীক গান বেজে চলেছে।
আজ সারাদিন সরকারী ছুটি। বিকালবেলা স্বামী বাচ্চা সমেবেত পার্কে বেড়াতে যাব। সেখানে কিছু ছেলেমেয়ে রঙ তুলি দিয়ে কারো হাতে কারো গালে জাতীয় পতাকা কিংবা অন্য কিছু এঁকে দিবে। কিছু নতুন পুরানো প্রেমিক প্রেমিকা যুগল হাত ধরে ঢলাঢলি করবে তা বাচ্চা সমাবেত আমরা দেখব। নদীর ধারে গিয়ে ফুচকা, চটপটি, পেয়ারা মাখা খেয়ে দেয়ে বাড়ি চলে আসবো।
বাস বিজয় দিবস পালন শেষ।
কি দরকার জেনে কে স্বাধীনতার ঘোষণা দিল আর কে দিল না বা সে তর্কে লিপ্ত হয়ে। এখন ত দেখলাম নতুন আরেক তর্ক দোসর দিয়ে, খালেদাজিয়া কিংবা রৌশন এরশাদ পাকহানাদার বাহিনী ও তার দোসর বলেছেন। এই দোসর দারা কি বুঝছেন তা নিয়ে আলোচনা পর্যালোচনার শেষ নাই।
সর্বাপরী আজ ৪৪ বছর ধরে আমরা শুধুমাত্র নিজেদেরকে নিয়ে টানাটানি করা ছাড়া কিছুই পাইনি। শেখ মজিবর রহমান কিংবা জিয়াউর রহমান যদি এই অবস্থা আজ দেখতেন তাহলে তাঁরা পূনরায় মৃত্যুপথের যাত্রী হতেন।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬