সিংগাপুর নাইট সাফারী পার্ক জাওয়ার জন্য সিংগাপুর পৌছেই দুপুরে খেয়ে দেয়ে রেডী হলাম।যেতে যেতে সনধ্যা হয়ে গেলো।একটা জিনিস খেয়াল করলাম সেখানকার বেশীরভাগ ট্যক্সি চালকই বুড়া।যাই হোক জার্নির কারনে খুব টায়ার্ড ছিলাম।সাফারী পার্কে কোনো মতে পা টেনে টেনে ঢুকছি।দেখি অনেক মানুষের ভিড়।উইক এন্ড ছিলো তাই মানুয যেন উপচে পরছে।একটা একটা করে ট্রাম আসছে ার মানুযজন লাইন বেধে উঠে পরছে।ওমা ট্রামে দেখি কোনো কাচ টাচের বালাই নেই!!!!! তাহলে!!!বাঘ সিংহ যদদদদি উঠ ঠে পরররেেে তাহলে!!!!আমাদের শিশুপার্কের ট্রেনের মত সেই ট্রামে আমরা জরসর হয়ে বসে রইলাম।টিমটিমা গতিতে ট্রাম চলা শুরু করলো।েকজন গাইড সামনে দারিয়ে কথা বলছে ।মানে পরিচয় করিয়ে দিচ্ছে কখন কোন প্রানীর সামনে দিয়ে যাব।আর বার বার বলছে যেন আমরা ফ্লাশ না চালাই।এতে পশুরা রেগে যাবে এবং াক্রমন করতে পারে!!!!!!!কি ভয়ের কথা।প্রথমেই আসলো হায়েনা!!!!!the largest hayenas!!!!!গাইড মেয়েটা বলে যেতে লাগলো...they have an excellent digestive system...the can digest bones,teeth......everything!!!বাবারে কই যাই!ভয়ে আমরা শেষ।তারপর সিংহ যখন আসলো ।উফ কতগুলো যে সিংহ!!!!সব ছাড়া।আপন মনে ঘুড়ছে।সামনে দি্যে ট্রামটা েকতু জোরে গেলেও তো পারে!!!ভয়ে যখন আঢমরা তখন সমানে ফ্লাশ মারা শুরু করলো আমাদের ট্রামের লোকজন।কি আজব।এত মানা করা সত্তেও।আর সিংহ রা তো গর্জন করা শুরু করলো!!আর তখন ট্রাম টা থামিয়ে দিলো!!!গাইড ট্রামের লাইট জালিয়ে চেক করতে আসলো কে ফ্ল্যশ দিলো!টখন মনে হচ্ছিলো কি দরকার ছিলো সিংহ দেখার।সিংহ তো ঢাকা চিরিয়াখানায় কত দেখছি!!তারপর বনের মাঝখানদিয়ে আবার ট্রাম চলা শুরু করলো।আন্ঢকার বনের মাঝ দিয়ে ট্রাম চলছে।কোনো লাইটও নাই ফ্যন ও নাই।গরমে সেধ্ধ হয়ে গেলাম!!!একসময় বাঘের সামনে গিয়ে থামলো!!!!
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন