তুবড়ির মতো কিছু গন্ধক বিস্ফার তুমি চেয়েছিলে জীবনে তোমার
তাই এতো নিভৃত বিষাদ, এতো পাপবোধ, যন্ত্রণা অরূপ
ভোগবতী মেঘের মতো এক আকাশ আধিপত্য চেয়েছিলে যৌবনে তোমার
তাই এতো ভিক্ষের তন্ডুল, এতো ঘৃণা, শোভন শুন্যতা
ঈশ্বরের মতো এক ধূর্ত্ত প্রতিদ্বন্দী তুমি চেয়েছিলে বিপক্ষে তোমার
তাই এতো পক্ষপাত, এতো লজ্জা, রক্তের তর্পণ
অঙ্গারের মতো এক লেলিহান খিদে ছিলো অন্ত্রে তোমার
তাই এতো তৃষ্ণার দহন, এতো বিবমিষা, মাংস কলহ
তুবড়িমেঘঈশ্বরওঅঙ্গারের চেয়ে কিছু তীব্রতম ছিলে তুমি
ঋজু, হে মানুষ
তাই আজো যুদ্ধে আছো, অহঙ্কারে আছো, ইতিহাসে
১ ফেব্রুয়ারী ১৯৮০