ফেসবুক কর্তৃপক্ষের কাছে তিনটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে দুইটি বিষয় আমার বেশ পছন্দ হয়েছে। ফেসবুকে আইডি খুলতে গেলে-
(ক) ফেসবুক আইডিতে মোবাইল নম্বর যুক্ত করা
(খ) জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আইডি খোলার অনুমোদন
দেশে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ানোসহ অপপ্রচার রোধ করতে বাংলাদেশ সরকার ফেসবুক কর্তৃপক্ষকে এই প্রস্তাব দিয়েছে। এতে শুধু গুজব ছড়ানোসহ অপপ্রচার রোধই হবে না; আরও একটি উপকারিতা আছে।
আজকাল স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সবচেয়ে ক্ষতি করছে এই ফেইসবুক। পড়ালেখা লাটে উঠছে। বিভিন্ন অঙ্গি ভঙ্গিমার ছবি আপলোড আর সারাদিনের ফিরিস্তি দিয়ে স্ট্যাটাস দিতে দিতেই সময় কেটে যায়। বন্ধুদের সাথে ফেসবুকে আড্ডা আর অল্প বয়সে প্রেমে জড়িয়ে যাবার সুযোগ দিচ্ছে ফেসবুক। পড়াশুনা গোল্লায় যাওয়াই স্বাভাবিক। কম বয়সীদের কালারফুল প্রোফাইলই বেশি। ফেসবুক যেন তাদের নেশায় পরিণত হয়েছে।
তাই, আমি মনে করি ১৮ বছর বয়সের আগে শিক্ষার্থীদের ফেসবুকে প্রবেশের অনুমতি না দেয়াই ভালো। ফেইক আইডি, নোংরা অশ্লীল মন্তব্য আর ছবি, গালাগালি এবং ফটোশপ করা ছবির অত্যাচার থেকে বাঁচবে তারা।
ফেসবুক চালাতে বাড়তি খরচের জন্য মিথ্যা বলে মা বাবার কাছ থেকে শিক্ষার্থীরা টাকা যে নেয়না তার নিশ্চয়তা কি?
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১