দুঃখরা আমার দরজায় দাঁড়িয়ে আছে
যেন অনন্ত কাল ধরে!
আমি দুঃখ এড়িয়ে পারছিনা যেতে দরজার ওপাশে!
খুঁজে ফিরি অশ্রুজলে লেখা কাব্য-কবিতা,
আমার চোখের নদীও আজ শুকিয়ে গেছে!
আমি দুহাত মেলে
আকাশ পানে চেয়ে রব বৃষ্টির আশায়,
যদি তার ছোঁয়ায় কভু অশ্রু আসে!
আমি সিক্ত হতে চাই আজ ভালবাসায়,
যেন বুকের ভেতরের চাপা কষ্টরা যায় বিয়োগের দেশে
যোগ করে দেয় অনাবিল সেই মুহূর্ত,
যেথা তুমি-আমি হাঁটছি পরস্পর হাত ধরে!
আর ক্ষণে ক্ষণে ভাবছি তোমায় আমারি বাহুডোরে !!!