আমার স্বপ্নগুলো আমি দুহাত মেলে
ঐ আকাশে ছড়িয়ে দিয়েছিলাম!
ক্ষণে ক্ষণে চেয়ে দেখতাম
কবে হবে সেই স্বপ্ন-পূরণ !
আজ যেন হঠাৎ করেই,
কালো কিছু মেঘ জুড়ে গেল স্বপ্ন আকাশে !
আমি দেখিনি তাহারে !!
তবে কি বৃষ্টি নামবে?
বৃষ্টিস্নাত স্বপ্নগুলো কি তবে আছড়ে পরবে মাটিতে!
আবারো দুহাত মেলে আছি,
পুরোনো সেই স্বপ্নগুলো কুঁড়িয়ে নেবো বলে!
তোমার দুটি হাত আমায় দেবে কি,
আজ স্বপ্ন কুঁড়াবো বলে!
স্বপ্ন কুঁড়ানোর ছলে
তোমায় একটু ছুঁয়ে দেবো,
যেনো শুরু হবে নতুন একটি "স্বপ্ন"...!!!