আজ আমি মেঘলা ভালবাসায় আপ্লুত হয়ে
নীল জোছনা হারিয়ে ফেলেছি..
সুপ্ত কষ্টরা কেঁদেকেঁদে আজ মুক্তি চাইছে,
আমি ওদের আঁকড়ে ধরেছি।
নিশাচর হয়ে
পাঠকবিহীন রাতের কাব্য লিখে যাচ্ছে
ভেঙে যাওয়া এই মনের লেখনি..
দু'চোখ বেয়ে আসা
বর্ণহীন কালিতে
অস্পষ্ট এক জীবনি..
অনুভূতি,
অনুমতিহীন সেই ভালবাসায়
রিক্ত এই আমি...!!!
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:৪৭