এমন একটি পথ যদি আঁকা যেত,
যে পথে ছড়িয়ে ছিটিয়ে আছে ভালবাসা।
আমি কুঁড়িয়ে কুঁড়িয়ে আঁচল ভরিয়ে দেবো তোমার।
তুমি যতনে রেখো তা..
ক্লান্তি ছুঁয়ে গেলে এই আমায় সেই আঁচলেই মুছে দেবে..
যাতে ছুঁয়ে রবে তোমার স্পর্শ..
আর শরীরের লাজুক মিষ্টতা...
এই পথের ঐ প্রান্তে
আমাদের স্বপ্ন বাসরে
রাতদুপুরে হানা দেবে
জোছোনার দল,
তোমার রূপে ঈর্শান্বিত হয়ে..
তুমি যেন ভয় পেও না..
ভোরের শিশিরে দুর্বা ঘাসে
পুলকিত হবে শুন্য সেই পথটি..
আমি অবাক হয়ে চেয়ে চেয়ে দেখবো
আমার 'ভালবাসা'...!!!