বৃষ্টি দিয়ে আজ একটি গল্প লিখবো।
"কান্না" নামের একটি চরিত্র..
শিরোনামে আমি..
এলোমেলো কিছু চরিত্রের রূপান্তর
'ভালবাসা'
'কষ্ট"
'অমানিশা'
নামে...!!!
শুনবে সেই গল্প?
হ্য়তো খুজে পাবে আমার বৃত্তান্ত সেই গল্পে..
হয়তো নিজেকেও আবিষ্কার করবে সেই গল্পের কোনো চরিত্রে..
তোমার জন্য যেই চরিত্রটি আমি আঁকবো,
নাম দিবো তার "স্বপ্ন"...
অঙেঅঙে থাকবে শব্দের ছড়াছড়ি...
হ্য়তো গল্প লিখতে গিয়ে রচিত হবে কোনো উপন্যাস...
তবুও তোমাকে বর্ননা করা কি এক উপন্যাসে শেষ হবে?
হয়তোনা.....!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



