মন যা বলে বলুক
কথাঃ মৌসুমি
সুর ও সংগীতঃআরফিন রুমী
কন্ঠ শিল্পীঃ অভিজিৎ ভট্টাচার্য ও আকৃতি কাকার
ছবি/অ্যালবামের নামঃ ছায়া-ছবি
''মন যা বলে বলুক,
আমি তোমারই হবো ।
চোখ যা দ্যাখে দেখুক,
আমি তোমাকেই দেখবো ।
ওই মন যা বলে বলুক,
চোখ যা দ্যাখে দেখুক,
আমি জ্বলবো পুড়বো….
হো……মরবো ।
হলে এলোমেলো,আমার জীবন
ছায়া দেখবে তোমারই মতোন ।
হলে এলোমেলো,আমার জীবন
ছায়া দেখবে তোমারই মতোন ।
ও…ও….হো…
দেবে কি জ্বেলে আলো,
বাসবো ভালো ।
মন যা বলে বলুক,
চোখ যা দ্যাখে দেখুক,
আমি তোমাকেই দেখবো ।
………….
মন যা বলে বলুক,
চোখ যা দ্যাখে দেখুক,
আমি শুধু তোমারই হবো ।
ও…ও…
মন যা বলে বলুক,
চোখ যা দ্যাখে দেখুক,
আমি শুধু তোমারই হবো ।।।
রাতের আঁধার কে ছুঁয়ে দিলে,
এই লগনে পূর্ণিমা রাতে ।
রাতের আঁধার কে ছুঁয়ে দিলে,
এই লগনে পূর্ণিমা রাতে ।
ও…ও….হো…
নরম পালকে সাজাবো বাসর ।
মন যা বলে বলুক,
চোখ যা দ্যাখে দেখুক,
আমি তোমাকেই দেখবো ।
ও…
মন যা বলে বলুক,
আমি তোমারই হবো ।
চোখ যা দ্যাখে দেখুক,
আমি তোমাকেই দেখবো ।
ওই মন যা বলে বলুক,
চোখ যা দ্যাখে দেখুক,
আমি জ্বলবো পুড়বো….
হো……মরবো ।''
……………………………………………………………………………………………………………………………….
হিজিবিজি
কথাঃ মারজুক রাসেল
সুর ও সংগীতঃআরফিন রুমী
কন্ঠ শিল্পীঃ জুন ব্যানার্জী
ছবি/অ্যালবামের নামঃ ছায়া-ছবি
''আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।
হো…
কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে ।
বাতাসে…বাতাসে ।।
মাহি বে….মাহি বে….মাহি বে ।
হো….ও..ও..
রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভেতর একটা ছবি
কেমন যেন মায়া,
মায়া.. মায়া… মায়া… মায়া
উঁ..হু..হু..হু..হু..
রোদের নিচে মেঘ উড়ে
মাটির উপর পড়ে ছায়া,
ছায়ার ভিতর একটা ছবি
কেমন যেন মায়া ।
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে ।।
হো…
দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি
হুঁ..হু..হু..হু.. উঁ..হু..।
হো…
দূরে খুঁজি,কাছে খুঁজি
ওই সে বুঝি
এই সে বুঝি ।
কিন্তু সে কই ?
আরো একা হই,
ভাল্লাগেনা হিজিবিজি ।।
শুধু তার গান আসে ভেসে,
বাতাসে…বাতাসে ।।
হু..
আকাশে উড়ে পাখিটা,
পাখিটা উড়ে আকাশে।
হো..ও..ও..
পাখিটা উড়ে আকাশে,
আকাশে উড়ে পাখিটা।
হো..ও..ও..
কোনও দিনও একা বা দোকা
পাখিটারে যায় না দেখা,
শুধু তার গান আসে ভেসে
বাতাসে…বাতাসে ।।''
……………………………………………………………………………………………………………………………….
দ্বিতীয় ভালোবাসা
সুর ও সংগীতঃআরফিন রুমী
কন্ঠ শিল্পীঃ শান
ছবি/অ্যালবামের নামঃ ছায়া-ছবি
"হো…
যদি হয়,
এ আমার
দ্বিতীয় ভালোবাসা ।
যদি হয় ,
এ আমার
দ্বিতীয় প্রেমের ভাষা ।
তা..রা…রা…রা..
রা..রা..রা..রা…রা..রা..
তুমি কি করবে ক্ষমা ?
ও আমার প্রিয়তমা ।।
হো…ও…ও…ও…
যদি হয়,
এ আমার
দ্বিতীয় স্বপ্ন দেখা ।
যদি হয়,
দ্বিতীয়
কাউকে এস.এম.এস
লেখা ।
অনুশুচনা
কারাগার থেকে,
তুমি কি নেবে
ডেকে হাসি মুখে ।
না…কি…
সত্য বলার অপরাধে,
মৃত্যুর ব্যাংকে দিবে জমা ।
তুমি কি করবে ক্ষমা ?
ও আমার প্রিয়তমা ।।
হো…ও…ও…..
হো….
যদি হয়,
বারবার
ভালোবাসা কোনও পাপ ।
যদি হয়,
এ আমার
কাউকে পাঠানো
দ্বিতীয় গোলাপ ।
তুমি সব কিছু কি মেনে নিবে ?
না…কি…
ভন্ড-প্রতারক,
অপবাদ দিবে ?
আমি কেমন করে ,
বলো….
নিশ্চিন্ত হই আনুপমা ।
তুমি কি করবে ক্ষমা ?
ও আমার প্রিয়তমা ।।"
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:১৪