somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার খুবই প্রিয় কয়েক টি গানের কথা (লিরিক্স)

১১ ই মার্চ, ২০১১ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম গানের কথা (লিরিক্স) :
# অ্যালবামের নাম : প্রত্যাবর্তন # গানের নাম : মা # কন্ঠ শিল্পী : তাহসান

গানের কথা :

তুমি একজন নিঃস্বার্থ,সত্য প্রতীমা
ভালবাসার সুবিশাল মহীমা।
তুমি একজন মমতা,
তুমি সাহস,
তুমি আশা,
পবিত্রতার একমাত্র ভাষা।
মা.....ও............মা,
আমার ই মা ,
তুমি আমার প্রাণের প্রিয় মা।
মা....আ....মা...তুমি মা
মা...তুমি মা....মা...মা...
মা তুমি মা।
তুমি একজন নিঃস্বার্থ,সত্য প্রতীমা
ভালবাসার সুবিশাল মহীমা।
তুমি একজন মমতা,সাহস
তুমি আশা,
পবিত্রতার একমাত্র ভাষা।
মা.....ও............মা,
আমার ই মা ,
তুমি আমার প্রাণের প্রিয় মা।।
তোমার যত্নে আমারই শৈশব
তোমার আদরে আমারই কৈশর,
অলৌকিক-অসাধারণ।
সবার চোখে আমি যাই বা হই
তোমার চোখে,তা নই।
তোমার চোখে আমি সেই শিশুটি
তোমার আদরের আমি।
মা.....ও............মা,
আমার ই মা ,
তুমি আমার প্রাণের প্রিয় মা।।
মা.........মা.........তুমি......মা
মা.........তুমি.....মা
মা.....মা......
তুমি মা।

২য় গানের কথা (লিরিক্স) :

# অ্যালবামের নাম : মা # গানের নাম : মা তোমায় # কন্ঠ শিল্পী : আরফিন রুমি

গানের কথা :

পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও,মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি।
জীবনের সবখানে,সব গানে
মাকে ছাড়া,জীবনের নিলামে।
মা হীন এলোমেলে হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......
মা।
মায়েরই মুখ দেখে দুঃখ ভুলি,
মায়েরই আঁচলে জীবন বুঝি।
যখনই দুরে যাই,
আড়ালে থাকি,
নিরবে চোখ মেলে মাকে খুঁজি।
দে....না....না....দে.....না...না...আ.....
দে...আ......দে......না.......
দে......আ.....আ.............
মায়েরই পায়েতে স্বর্গ আছে,
স্বর্গ খুঁজিনা তাই অন্যখানে।
মায়েরই কারনে বাঁচতে শেখা
দু চোখে মা,তুমি
জগৎ জানে।
ও.....মা....মা......আ.....
ও.....মা....মা......আ.....
পৃথিবীর একপাশে মাকে রেখে
অন্য পাশেও,মাকে রাখি।
পৃথিবীর সব কথা ভূলে গিয়ে
ব্যাকুল প্রাণে, মাকে ডাকি।
জীবনের সবখানে,সব গানে
মাকে ছাড়া,জীবনের নিলামে।অ্যালবামের নাম : প্রত্যাবর্তন
মা হীন এলোমেলো হৃদয়ে,
আর কোনও ঠিকানা
কেউ কি জানে?
ও...ও...হো......
মা।
মা.....আ....না.......আ....
ও...মা....আ....মা....
মা..আ....আ.....ও....আ....আ।

৩য় গানের কথা (লিরিক্স) :

# ছবি/অ্যালবামের নাম : অটোগ্রাফ # গানের নাম : বেঁচে থাকার গান # কন্ঠ শিল্পী : রূপম ইসলাম

গানের কথা :

যদি কেড়ে নিতে বলে
কবিতা ঠাসা খাতা,
যেন কেড়ে নিতে দেব না।
যদি ছেড়ে যেতে বলে
শহুরে কথকতা,
যেন আমি ছাড়তে দেব না।।
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি,
ঘিরেছে আমাদের রোজ।
আর আমি আমি জানি জানি,
প্রতিরাতে হয়রানি,
হারানো স্বপ্নের খোঁজ।
আর এভাবেই নরম বালিশে
তোমার ঐ চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান,
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে,
মুখে থাক রাতপরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
ও...য়ে...ও..ও....হা...
যদি নিমেষে হারালে,
জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেব না।
যদি বেচে দিতে বলে,
শিকড়ে বাঁধা মাটি
যেন আমি বেচতে দেবো না।
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি,
ঘিরেছে আমাদের রোজ।
আর আমি আমি জানি জানি,
প্রতিরাতে হয়রানি,
হারানো স্বপ্নের খোঁজ।
আর এভাবেই নরম বালিশে
তোমার ঐ চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান,
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে,
মুখে থাক রাতপরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
আর
আমি আমি জানি জানি..........১৩ বার।

৪র্থ গানের কথা (লিরিক্স) :

# ছবি/অ্যালবামের নাম : চলো পাল্টাই # গানের নাম : বাড়িয়ে দাও # কন্ঠ শিল্পী : অনুপম রায়

গানের কথা :

বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
কিভাবে কাঁচের দেয়াল,
যেন আটকে থেকে যায়
কক্ষনো ফুরায় কথায়।
অনেক সন্ধ্যাবেলায়,তোমার ক্লান্ত চুলের হাত,
ছোঁয়াও আমার মাথায়।
এখন, কৃষ্ণচূড়ার আলো...
আমাদের রাস্তা সাজানো
ও...ও....হো...হো...
তোমার পাশেই আমায় পাবে,
তমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
মনের ভেতর ঘরে,
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন।
পাহাড়,বরফ ঢেলে মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন।
এখন, কৃষ্ণচূড়ার আলো...
আমাদের রাস্তা সাজানো
ও...ও....হো...হো...
তোমার পাশেই আমায় পাবে,
তমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।

৫ম গানের কথা (লিরিক্স) :

# ছবি/অ্যালবামের নাম : চলো পাল্টাই #গানের নাম : ভূল করেছি # কন্ঠ শিল্পী : রাঘব চ্যাটার্জী

গানের কথা :

রং মশাল,
আমিও পুড়ে যাবো এইভাবে
এই আলো কতদুর পৌছবে?
মুখচোরা,
আমিও জানি চোখ এড়াতে
খুঁজতে বেড়াই ঘুম,
সেই মাঝরাতে।।
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ,
কেউ বোঝেনা।
ভূল করেছি,ভূল করেছি
আমি জানি।
কেউ বুঝবেনা,
এই বুক জুড়ে কতক্ষানি।
তাই তোদের গায়ে,
আঁচড় লাগার ভয়টা ভীষন পাই।
ভাবতে পারি না।।।।
রাস্তাপার,
পারেনি করতে,দু পা আমার।
চিন্তাগুলো,
ভাষা পাইনি আর।
যা-কিছু
ভেবেছি আমি জীবনে,
তোদের কথাই প্রথম এই মনে।
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ,
কেউ বোঝেনা।
ভূল করেছি,ভূল করেছি
আমি জানি।
কেউ বুঝবেনা,
এই বুক জুড়ে কতক্ষানি।
তাই তোদের গায়ে,
আঁচড় লাগার ভয়টা ভীষন পাই।
ভাবতে পারি না।।।।

বিঃদ্রঃ লিখার মধ্যে ভূল-ত্রুটি থাকলে,
অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

পূর্বে আমার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।

লিখেছেন সোনাগাজী, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮



এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

×