আমি একদিন একটি কম্পিউটারের দোকানে বসেছিলাম।
সেই সময় একজন লোক তার একটি ল্যপটপ (উইন্ডোজ সেভেন চালিত)নিয়ে এসে বললো যে, সে তার উইন্ডোজের পাসওয়ার্ড ভূলে গিয়েছে,এবং ল্যাপটপ টি দীর্ঘদিন ধরে ঐ অবস্থাতেই পড়েছিল।
তখন দোকানদার ঐ ব্যক্তির ল্যাপটপের বায়োসের ভিতরে প্রবেশ করে কি কি যেন করলো।
এর পর ঐ ব্যক্তির ল্যাপটপটির উইন্ডোজটি চালু হলো এবং পূর্বের দেয়া এডমিন পাসওয়ার্ড টি কি ছিল, তা দেখাল এবং নতুন পাসওয়ার্ড দিতে বলা হলো।
এভাবে ঐ ব্যক্তির ল্যাপটপের উইন্ডোজ এর এডমিন পাসওয়ার্ড ভাঙ্গা হলো।
আমি এই পদ্ধতি টির বিস্তারিত জানতে চাচ্ছি।
এখানে উল্লেখ্য যে,
আমি ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ সেভেন ব্যবহার করি।
আমার পিসির মাদারবোর্ডঃIntel DG41RQ, প্রসেসর Intel Core 2 Duo 2.93 Ghz।
আমার পিসিতে কিভাবে উক্ত কাজটি করবো?
সাহায্য করুন।