অনেকেই সফলভাবে ubuntu restricted extras ইনস্টল করতে পারেন না।তাদের জন্যই আমার আজকের এই পোষ্ট:
প্রথমে multiverse repository কে enable করুন।এজন্য System → Administration → Software sources → এ গিয়ে [ Ubuntu software Tab] এ ক্লিক করুন।এবার Software restrictecd by copyright or legal issue ( multiverse ) এর বাম দিকে টিক দিয়ে দিন।Close এ ক্লিক করুন,এরপর Reload এ ক্লিক করুন।
এরপর টার্মিনাল খুলুন (Applications → Accessories → Terminal), এই কমান্ড
sudo dpkg –configure -a
টাইপ করে Enter কি চাপুন,Password চাইবে, আপানার Password টাইপ করে Enter কি চাপুন।
ঐ টার্মিনালটি চালু থাকা অবস্থাতেই (মিসিং অথবা পেন্ডিং প্যাকেজ গুলো জাচাই করতে এবং আপডেট ও আপগ্রেড করার জন্য )নিচের কমান্ডগুলো টাইপ করুণ :
sudo apt-get -f install
Enter কি চাপুন এবং কমান্ডটির কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
এরপর পরবর্তী কমান্ডগুলো একে একে টাইপ করুণ এবং একইভাবে কমান্ডটির কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
sudo apt-get –fix-missing install
sudo apt-get clean
sudo apt-get update
sudo apt-get upgrade
sudo apt-get dist-upgrade
কমান্ডগুলোর কাজ শেষ হয়ে গেলে,সবশেষে এই কমান্ড :
sudo apt-get install ubuntu-restricted-extras
টাইপ করে Enter কি চাপুন এবং কমান্ডটির কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
কমান্ডটির কাজ শেষ হওয়ার পর ubuntu/Linux Mint কে Restert দিন।
ব্যাস, হয়ে গেল ubuntu restricted extras এর সফল ইনস্টলেশন।
মূল পোষ্ট এখানে