আমার বাংলা পথে পথে আমায় ডেকে যায়
আয়রে তোরা আয়, আমার আঙিনায়।
এখানে রূপসাগরে ঢেউ জেগেছে
ফুলের বিছানায়।
আয় রে তোরা আয়।
এখানে সবুজ-শ্যামল মাঠ প্রান্তরে
প্রাণের সুর সদাই বাজে
এখানে রূপসাগরে ডুব দিয়ে কন্যা
রূপকুমারী সাজে।
মধুর ডঙ্কার বাজে।
এখানে ঘুমের কোলে শান্ত নদী
কথা কয় নিরবধি
গানের আঙিনায়।
আয়রে তোরা আয় আমার প্রাণের আঙিনায়।
আমার মায়ের আঁচলপাতা সবুজ গালিচায়।
আয়রে তোরা আয়।
এই গানের পাখির দেশে আয়।
এই ভাটিয়ালীর গায়ে আয়।
এখানে কিষাণ বধূ স্বপ্ন ছড়ায় রাঙা ঠোঁটের হাসিতে।
এখানে রাখাল বালক সুর তোলে কাঁচা বাঁশের বাঁশীতে।
এখানে টাপুর টোপর বৃষ্টির তালে
উদাসী মনে ভাব জাগে।
এখানে বাউল মন সুর তোলে প্রাণের দোতারায়।
আয়রে তোরা আয়।
এই পাহাড় নদীর গাঁয়।
রাত নিঝঝুম ঘুমের কোলে বাঁশ বাগানের ছায়।
আয় রে তোরা আয়।
আকাশ-নদীর মিলন মোহনায়।
যেথায় পাহাড় এসে কথা কয় কানে কানে
সাগরের বুকে মুখটি রেখে
যেথায় পাখির ঠোঁটে সুর ঝরে সদাই
প্রাণের মুর্ছনায়।
সেথায় আয়রে ছুটে আয়।
গানপাখিদের গাঁয়, আয়রে ছুটে আয়।
আমার বাংলা ডেকে যায়। আয় রে ছুটে আয়।