এটিকে ইতিহাসের সবচেয়ে পুরাতন ও বড় রহস্য বলে ধারণা করা হয়। গ্রীক দার্শনিক প্লাটু আটলান্টিসকে জিব্রাল্টারের কাছে সবচেয়ে বড় দ্বীপ হিসেবে বর্ণনা করে গেছেন। কিন্তু আজ পর্যন্ত কেউ সমুদ্র তলায় বা কোথাও এই শহরের বাস্তব অস্তিত্ব খুঁজে পায়নি। বহু ঐতিহাসিক পানির নিচের এই শহরকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
২. The Bog Bodies :
The Bog Bodies অথবা Bog People হলো বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা মানুষের মৃতদেহ।
মৃতু্যর পর মানুষের দেহ থেকে চামড়া সরিয়ে ফেলে দিয়ে বাকী সম্পূর্ণ অরগানসমূহ অক্ষত অবস্থায় রাখা হয়।
্ইউরোপের উত্তরাঞ্চলে এ ধরনের হাজারেরও বেশী বগ বডি দেখতে পাওয়া যায় বলে জানা গেছে।
তবে কি কারণে বা কি উদ্দেশ্যে এই দেহগুলো এভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে তা আজও জানা যায়নি।
৩. Stonehenge :
ইংল্যান্ডে অবস্থিত এই ছবিটির সাথে ফেসবুক বা নেটের বদৌলতে আমরা অনেকেই মোটামুটি পরিচিত।
বিশেষজ্ঞদের ধারণা পাথরের এই মনুমেন্টটি খ্রীষ্ট জন্মের ২৫০০ থেকে ৩০০০ বছরের আগের। এই মনুমেন্টের প্রতিটি পাথরের ওজন ছয় টনের মতো।
ধারণা করা হয় যে, Neolithic নামের সভ্যতার দ্বারা এর গোড়াপত্তন হয়েছে এবং এটি মানুষের তৈরী একটি মিরাকল। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে যে, একটি কবরস্থান।
৪. The Carnace Stones :
ফ্রান্সে অবস্থিত। ১২ কিলোমিটার জায়গাজুড়ে তৈরী পাথরের সারি।
কারা কি উদ্দেশ্যে পাথরগুলোকে সারিবদ্ধভাবে বসিয়েছে তা জানা যায়নি।