আমি খুবই বাজে ফটোগ্রাফার। যেকোন গ্রুপ ছবি তোলার সময় ক্যামেরাটা আমার থেকে ১০ হাত দুরে রাখা হয়। কিন্তু কিছুদিন আগে একটা ট্যুরে যাওয়ার সময় ১টা ক্যামেরার খুবই প্রয়োজন হয়। তখন হাজার ঘুরেও কোন ক্যামেরা পছন্দ হলো না আর যদি পছন্দ ও হয় সেটা খুজে পাই না
বন্ধু থেকে তখন Canon IXY DIGITAL 510 IS ধার করে তখনকার মত কাজ চালিয়ে দিলাম।
কিন্তু নতুন ক্যামেরা জরুরী হয়ে দাড়িয়েছে.... বাজেট ১৫/১৭ হাজার
আমার পছন্দ লুমিক্স যেড আর-১/৩
এটা কেমন হবে? আর কত দাম পরতে পারে? কোথায় পাওয়া যাবে?
আর Canon IXY DIGITAL 510 IS দিয়ে সেইন্ট মার্টিনে তোলা কিছু ছবি শেয়ার করলাম, এই ক্যামেরাটা কেমন? আমার কিন্তু ভালোই লাগছে কিন্তু অন্যরা বলতেছে এটা অত ভালো না।
এই ক্যামেরাটা কি পাওয়া যাবে ঢাকায়?
হালকা ম্যাক্রোর চেস্টা
সেইন্ট মার্টিনে আনমনে খেলছিলো এই পিচ্চি
সমুদ্র বিলাস এখন রিসোর্ট
সুর্যাস্তের অপেক্ষা
কার কার ইমার্জেন্সী?
বান্দর না মানে দেশ,কাল, পাত্র
সুর্যাস্তের পর
ছেড়াদ্বীপের পথে
ওয়াও....
পাথরের মাঝে...
ছেড়া দ্বীপ আর সেইন্ট মার্টিনের সংযোগ
ছেড়া দ্বীপের মাছেরা
ছেড়া দ্বীপ ওধ্বংসের পথে
নাফ নদীতে
আর একটা ফ্রী
আবারো বলতেছি, পরামর্শ না পেলে কিন্তু রিপোস্ট হতে থাকবে
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৯