সম্পুর্ণ কাল্পনিক গল্প, অন্যকিছু ভেবে থাকলে সম্পুর্ণ দায়ভার পাঠকের
সে অনেক অনেক বছর আগের কথা, তখন শিলারা তো দুরে থাক,বডিগার্ড রাও ভ্দ্র কাপড় চোপর পরে রাস্তায় নামত। তো সেই সময় এই রাজ্যের রাজা ছিলেন হবুচন্দ্র আর সর্বক্ষনের সঙ্গী তার ডান বাম দুই হাত ছিলেন গবুচন্দ্র আর লাবুচন্দ্র।
তো একদিন রাজা হবুচন্দ্র তার প্রাসাদের ছাঁদে বসে আচার শুঁকোচ্ছিলেন( রানি বলে গেছেন ঠিক মতো না পাহারা না দিলে নাকি আজকের খাওয়া বন্ধ!), রাজা মন খারাপ করে বসে আছেন আর সণ্গে আছেন গবু আর লাবু। তিনজনে মিলে মুড়ি খেতে খেতে ঘাটের দিকে তাকিয়ে রইলেন। হবু রাজার বিশাল রাজ্য, তার সেরকম প্রতাপ। তার ভয়ে বাঘে-মোষে একসাথে জল খাচ্ছে আর ঘাটে বসে সাপে-বেজিতে রোঁদ মাখতে মাখতে গল্প করছে।
সেসব দেখতে দেখতে গবু দীর্ঘশ্বাস ফেললেন।
রাজা বললেন, " ওহে গবু কি হলো?"
" না মহারাজ,ভাবছি আপনার কত বড় রাজ্য, কত প্রজা, ডাইনোসর রাও আপনাকে দেখে ঘাড় বেকিয়ে বাও করে। আহা রাজা হওয়ার মজাই অন্য"
রাজা খুশি হয়ে বললেন "তা যা বলেছ"
লাবু বললো " আপনার কত ক্ষমতা, রাজ্যের চিকাগুলো চিক চিক করার আগে আপনার অনুমতি নেয়,রাজ্যর নদীগুলো পর্যন্ত আপনার হুকুম ছাড়া সাগরের দিকে যায় না!!"রাজা আহ্লাদিত হয়ে বললেন" বাহ বেশ বেশ"
এই সময় রানী মার কিনকিনে কন্ঠ শোনা গেলো, " বলি, মিনসে কি চোখের মাথা খেয়েছ, কাক গুলো যে আচার সব শেষ করে দিলো। না, আজকে আর তোমার কোন খানা নেই"রাজা মুখ চিমশে করে বসে রইলেন আর গবু ,লাবু রাজা হওয়ার স্বপ্ন দেখতে দেখতে ঘাটের দিকে তাকিয়ে রইলো।
==============
অনেক অনেক কাল পরের কথা। গবু আর লাবুর ইচ্ছা পুরণ হয়েছে, তারা এখন রাজা হয়েছে। হবু রাজার পাশের রাজ্যেই! তাদের এখন বিশাল প্রতিপত্তি, বাঘ-মোষের দিন শেষ, নদীর ঘাট ও শুকিয়ে গেছে, তারপর ও তাদের নামে রাজ্যের বাঘেরা বিছানা ভিজিয়ে ফেলে।
সমস্যা একটাই, তারা দুজন একই রাজ্যের রাজা। গবু ৫ বছর আর লাবু ৫ বছর এইভাবেই তারা রাজত্ব করে। গবু এখনো হবু রাজার মহাভক্ত ;একবার নি:শ্বাস ফেলার আগে ২বার তার নাম উচ্চারণ করে, লাবু আবার হবু রাজাকে পাত্তা দিতে চায়না, তবে রাজ্য ফিরে পেলে হবু রাজারকাছে নিয়মিত দূঁত পাঠায়।
তো গবুর এইরকম ৫ বছরের রাজত্ব আর ভালো লাগে না, সে তাই হবুরাজাকে দেশে নিমন্ত্রন করার আমন্ত্রণ পত্র পাঠালো, সণ্গে ১০ ঘোড়ার গাড়িভর্তি ইলিশ। হবু রাজার দেশের লোকজন প্রচন্ড ভালোবাসে এই ইলিশ মাছ।
তো হবু রাজার এখন নতুন মন্ত্রী হয়েছে, সে আমন্ত্রণ পত্র দেখে চোখ কুচকে নাক কুচকে তারপর ডগ স্কোয়াড দিয়ে শুঁকিয়ে দেখলো তারপর বললো রাজার ঐ দেশে গিয়ে কাজ নেই।
কিন্তু হবু রাজার দয়ার শরীর, "তিনি বললেন আমার গবু ডাকলো, একটু দেখেই আসি"
তো গবুদের রাজ্যে সাজ সাজ রব পড়ে গেলো। সেরকম আদর আপ্যায়ন আর খান দানা শেষে গবু বললো
" হে মহারাজ, একখানা আর্জি ছিলো"
পেটে হাত বুলাতে বুলাতে হবু রাজা বললেন "বলো গবু"
" আপনার দয়ার শরীর, আপনার হুকুমে আপনার নদীনালা গুলো আমার রাজ্য ঘুরে যায় , তবু ভাবছিলাম এইবার যদি একটু বেশি করে পানি পাঠাতে বলতেন তাহলে বড় উপকার হয়, তাহলে আপনার জন্য একটা সোনা দিয়ে মুড়ে রোড করে দিতাম আমার রাজ্যর মাঝে, আপনার যখন খুশি তখন মর্নিং ওয়াকে বের হতেন "
হবুর তখন আরামে চোখ বন্ধ হয়ে গেছে," হুম ভেবে দেখি, দিতে ও পারি"
গবুর তো দাত৩২টা বের হয়ে গেলো
এই সময় রানী মার কিনকিনে কন্ঠ শোনা গেলো, " বলি, মিনসে কি চোখের মাথা খেয়েছ, আমার লেহেণ্গা গুলো ধোয়ার জন্য যে পানি লাগবে তা কি ভুলে গেছ? ওসব হবে না "
হবু রাজার মন খারাপ হয়ে গেলো, নাহ তার আর মর্নিং ওয়াক করা হলো না....
এদিকে লাবুও হবু রাজার সাথে দেখা করে আসলো আর তার মর্নিং ওয়াকের ব্যাপারটা ভেবে দেখার ব্যাপারে চিন্তা করতে মানা করলো।
.............................
অ:ট: পোস্টের সাথে কোন সম্পর্ক নেই
হাসিনা: মনমোহনের সফর ব্যর্থ হয়নি
খালেদা: ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেস্টা করব
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৩