এসো ভাই এসো সুন্দরবন রক্ষায়
*********
এসো ভাই এসো পরিবেশ বাচাই
এসো ভাই এসো সুন্দরবন রক্ষায়
বনে আছে সুন্দরী ও নানান গাছ
নদে আছে হরেক রঙের মাছ
হরিণ আর বাঘ থাকে ডাঙায়
এসো ভাই এসো পরিবেশ বাচাই
এসো ভাই এসো সুন্দরবন রক্ষায়
কি অপরূপ সবুজে ঘেরা সুন্দরবন
মউয়ালিরা করে মধু সংরক্ষণ
ডালে ডালে পাখিরা গান গায়
এসো ভাই এসো পরিবেশ বাচাই
এসো ভাই এসো সুন্দরবন রক্ষায়
বাংলার পর্যটন কেন্ত্র হবে কয়লার ভাণ্ডার
বিশ্ব প্রকৃতি হারাবে তার রূপের বাহার
যড়যন্ত্রের বিজ দেখি পুঁজিবাদীদের পাল্লায়
এসো ভাই এসো পরিবেশ বাচাই
এসো ভাই এসো সুন্দরবন রক্ষায় ।
এম জি আর মাসুদ রানা
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৯