আমি যেহেতু নব্বইয়ের দশকের, তাই আমার দেখা স্বপ্নের ওয়ান ডে দলের তালিকা নিচে দিলাম, যাদের প্রতি মুহুর্তে মিস করি যখন ঐসব দল মাঠে নামে।


খেলা বোঝা যেহেতু শুরু করেছি ১৯৯৬ এর পর থেকে, তাই আমার দেখা স্বপ্নের ওয়ানডে দল,যারা এখন আর ক্রিকেট খেলে নাঃ

১। এডাম গিল্ক্রিস্ট (WK)
২। শচীন টেন্ডুলকার
৩। রিকি পন্টিং (C)
৪। ব্রায়ান লারা / স্টিভ ওয়াহ
৫। মাইকেল বেভান / ইনজামামুল হক
৬। ল্যান্স ক্লুসনার
৭। শেন ওয়ার্ন
৮। শন পোলক / কার্টলি এম্ব্রোস
৯। চামিন্দা ভাস / শেন বন্ড
১০। ওয়াসিম আকরাম
১১। গ্লেন ম্যাকগ্রা
বর্তমানে যারা খেলছে, তাদের মধ্যে যদি বেটার দল চিন্তা করি, তাহলে আমার দেখা সবচেয়ে শক্তিশালী কম্বিনেশন হবে এমনঃ


১। ক্রিস গেইল
২। হাসিম আমলা
৩। কুমার সাঙ্গাকারা (wk)
৪। বিরাট কোহলি
৫। কেভিন পিটারসেন (C)
৬। এ বি ডি ভিলিয়ার্স
৭। সাকিব আল হাসান
৮। মিচেল জনসন
৯। ডেইল স্টেইন
১০। লাসিথ মালিঙ্গা
১১। সাইদ আজমল
-------------------------

-------------------------
