লেখাটি ভালো লেগেছেঃ ৭৭
মন্তব্যঃ ১৩৫১
প্রিয় পোস্ট তালিকায় নিনঃ ৪৪








মাত্র তিন লাইনের শুভেচ্ছামুলক পোস্ট, তাও আবার তিন বছর আগের ! একে আসলে পোস্ট বলা ভুল হবে, বলা উচিত এক ঐতিহাসিক ডকুমেন্ট !

কালের বিবর্তনে সামুর একনিষ্ঠ ব্লগাররা যেটিকে হারিয়ে যেতে দেন নাই, আজ গোধূলি লগ্নে সেই প্রাগৈতিহাসিক পোস্টে একটা কমেন্ট করলাম, নিজেকে ইতিহাসের সাক্ষী করার জন্য । সত্যি কথা বলতে কি, এই পোস্টটা খুজে পাওয়া আর কমেন্ট করার মধ্যে যে অনাবিল আনন্দ খুজে পেয়েছি, তা-ই ছিল আমার জন্য যথেষ্ট ।

কিন্তু না......... !!
পার্থিব এই নশ্বর জীবনে হাজারো না পাওয়ার মাঝে স্বর্গীয় বারি সিক্ত চির অভাবাবিত-অনাকাঙ্খিত সাত রাজার গুপ্তধনের মত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পোস্ট স্রষ্টা আমার কমেন্টের একটা প্রতিউত্তর দিয়ে দিলেন.... যা আমাকে শুধু ২২০ ভোল্টের ইলেক্ট্রিক্যাল শকই দিলো না, বরং আমাকে তিনি নিয়ে গেলেন ব্লগিয় জীবনের এক অসীম উচ্চতায় আর বিনিময়ে পেলাম অকল্পনীয় সম্মান, যা আর ব্লগে প্রকাশ না করে থাকতে পারলাম না ।

তাই পোস্টের শেষ বলতে চাই, ধন্যবাদ হে মহান ব্লগার অপি আক্তার .... আপনি ছিলেন বলেই আজ সামুতে আমাদের পদচারনা, আপনি ছিলেন বলেই আমরা আজও স্বপ্ন দেখি হিটাকাঙ্ক্ষী হওয়ার...

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১২ রাত ১০:০৯