প্রায় চার মাস পরে ব্লগ লিখছি !

লিখতে ইচ্ছে করছিল না, দৈনন্দিন ব্যস্ততা যেভাবে কুড়েকুড়ে খাচ্ছে সেখানে ব্লগ লেখা মানে তো বিলাসিতার নামান্তর ।
“সামুর ব্যানারে বানান ভুল” এই শিরোনামে সর্বশেষ ব্লগটা লেখার পর সবাই যেভাবে বিস্মিত হল, তা আসলেই দেখার মতই ছিল !

ভেবে ছিলাম এর পর থেকে সামু কর্তৃপক্ষ ব্যানার তৈরি করার সময় আরও বেশি সতর্ক হবে ! কিন্তু নাহ ! আবারও ভুল, আর তাই আবারও আমাকে কি-বোর্ড ধরতে হল সামুকে আবারও একটু হোমওয়ার্ক দেয়ার জন্য !
জানি, গত বারের মত এবারও মডুরা কিছুই করবে না,

তার পরেও সামুর প্রতি ভালবাসা থেকে পোস্টটা লেখা । তবে এই ব্যাপারটা কিছুতেই বুঝলাম না, ভুলগুলো কি শুধু আমার চোখেই ধরা পড়ে... !? নাকি অন্যরাও দেখে, কিন্তু কিছুই বলে না... !! তবে এবার ব্যানারে আর ছোটখাটো ভুল নাই, আছে বড় মাপের ভুল ! পুরো একটা চাকাকে হাওয়া করে দেয়া হয়েছে, রিকশার চাকা... বুঝলাম না, দুই চাকার উপর রিকশাটা কিভাবে দাড়িয়ে আছে ?

এতো দেখছি রীতিমত রিকশার পদচ্যুতি...

(বিঃদ্রঃ জীবিত বা মৃত কেউ সামুকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে somewhere in blog...
রিকশা ভাঙার আওয়াজ বলে খেপালে ডাইরেক্ট ৪২০ ধারায় মামলা দেয়া হবে !

)