ব্লগীয় নাস্তিকরা পুরাপুরি নিশ্চিত যে কোন সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই। কিন্তু বিখ্যাত নাস্তিক ডকিন্স বললেন যে ১ হতে ৭ এই স্কেলে ওনার অবস্থান ৬, যেখানে
১= সৃষ্টিকর্তা নিশ্চিতভাবেই আছেন
৭= সৃষ্টিকর্তা নিশ্চিতভাবেই নেই
বলা যায় উনি ৮৫ ভাগ নিশ্চিত যে সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই
আর বাকী ১৫ ভাগের ক্ষেত্রে উনি সন্দিহান।
যাই হোক খুব জানার ইচ্ছা ছিলো কি এমন সেই ১৫ ভাগ যাতে তার মনে হলো যে সৃষ্টিকর্তা থাকিলেও থাকিতে পারেন?উনি কি সেগুলো কোনদিন শেয়ার করবেন?
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১২ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




