একটা জিনিস কি কখনও খেয়াল করেছেন যখন আপনি কান্না করেন আপানার আশেপাশের মানুষ গুলো কিন্তু কখনও আপনার কান্না দেখে কাঁদে না। কিন্তু আপনি যখন কোন কারন ছাড়া অকারনেই হাসতে থাকবেন তখন দেখবেন আপনি আর একা নন। আপানর সাথে তাল মিলিয়ে সুরে সুরে তারাও হেসে কুটিকুটি হচ্ছে। ছোঁয়াচে রোগের মতো হাসিটাও ছোঁয়াচে । বিশ্বাস না হলে এখনই কান্না বা হাসা শুরু করে দেন পাছে কেও কিছু বললে আমি দায়ী নয়।
প্রতিভাবান প্রাণী
প্রাণিজগতের মধ্যে শুধু মানুষ নয় কুকুর এবং বিড়ালও নাকি হাসতে পারে। বাহ কত সামাজিক প্রাণী তবে তাদের হাসি দেখা কিন্তু রীতিমত সোভাগ্যের বিষয়। দেখে থাকলে জানাতে ভুলবেন না।
নেইল পলিসই যখন সব
প্রাচীনকাল থেকেই মিসরে নেইল পলিস এর ব্যবহার লক্ষ করা যাই। মেয়েদের নখের রঙ দেখেই তাদের সামাজিক অবস্থা নির্ণয় করা যেত। তার মধ্যে লাল রঙের নেইল পলিস শুধুমাত্র রাজপরিবারের মেয়ে সদস্যরাই ব্যবহার করতে পারত। কারন লাল রঙের নেইল পলিসই ছিল সর্বোচ্চ আভিজাত্যের প্রতীক। ভাগ্যিস সেই সকল নারীরা আজ নেই , থাকলে সেই যুগের নারীর সাথে এই যুগের নারীদের মনে হয় নেইল পলিশ নিয়েই প্রথম ঝগড়াটা লাগত।
মুত্রাদাত
চাইনিসরা মনে হয় আর কোন জিনিসই বাদ রাখে নাই। ২০১৩ সালে মানুষের মুত্র থেকে ষ্টেমের সাহায্য নিয়ে ব্যাবহার উপযোগী দাঁত তৈরি করে ফেলেছে। আপনার দাদা দাদির জন্য নিঃসন্দেহে একটা বড় সুসংবাদ। এই দাঁতগুলো পেতে আপনাকে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। তবে আমি বলি কি , তাদের কাছ থেকে ফর্মুলাটা নিয়ে আমরাই শুরু করে দিলে কেমন হয়। কাচামালের তো আর অভাব নাই।
পিপড়ার প্রাণ
এখন থেকে উদাহরন দেওয়ার সময় কাওকে কই মাছের প্রান না বলে বলবেন পিপড়ার প্রান। ছোট্ট একটা কীট তারপরেও এরা নাকি ৩০ বছর বেছে থাকতে থাকে। অন্যান্য সকল কীটপতঙ্গের তুলনাই সবচেয়ে বেশিদিন বাচে পিঁপড়া।
আর বর্তমানে জীবিত পিঁপড়াদের সংখ্যা প্রায় ৩২১,০৩৫.৬২৪,৮২৯,৯০১,০০১ কোটি।
কানের ক্ষমতা
মানুরের কান প্রতি বছর এক ইঞ্চির প্রায় ০.০০৮৭ অংশ করে বেশি বাড়ে। ভাগ্যিস বেশি বাড়লে শেষে একেবারে গাধার কানের মতো লম্বা হয়ে যেত।
মৌমাছির মমতা
মৌমাছি মধু তৈরি করতে পারে এইটা আমরা সবাই জানি কিন্তু জানেন কি প্রায় ২০০০০ মৌমাছি মধ্যে মাত্র ৪ প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে । আর বাকিরা শুধু চেয়ে চেয়ে তামাসা দেখে।
আরেকটা কথা না বললেই নয় , মধু কিন্তু অন্যান্য যেকোনো খাবার থেকে সহজেই হজম করা যায় আর যাবেই বা না কেন , মৌমাছিতো একবার হজম করেই আপনার জন্য রেখে দিয়েছে। তাই বলে আবার মধু খাওয়া ছেড়ে দিয়েন না
মুরগিদের নিয়ে আর তামাসা নয়
মুরগিকে পাখি হিসেবে গণ্য করা হয়। কিন্তু সবচেয়ে মজার বেপার হল এখন পর্যন্ত মুরগি শূন্যে দানা ঝাপটে সবচেয়ে বেশি পথ পাড়ি দেওয়ার রেকর্ড হচ্ছে ৩২০ ফুট। হইরে মুরগি ! তরে নিয়াও মানুষ মজা করে।
সব মিডিয়ার সৃষ্টি
মশারা কখনও স্প্রেতে মারা যাই না। টিভির চটকদার বিজ্ঞাপনে দেখা যাই , মশার স্প্রে ব্যবহার করার ফলে সব মশাই পটল তুললো। আসলে ব্যপারটি মোটেও এইরকম নয় স্প্রে ব্যবহার করার ফলে মশার ঘ্রাণ নেওয়ার ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যাই। যেহেতু মশা আমাদের কখনও দেখে কামড় দেয় না । রক্তের গন্ধ শুকেই মূলত আমাদের কামড় দেই। আর কত ধোঁকা খাবেন ????
ঘুমনামা
শোয়ার ৫ মিনিটের মধ্যে ঘুমানোর অর্থ হল আপনার ঘুমের ঘাটতি আছে। শোয়ার ১০-১৫ মিনিট পরে ঘুম আসলে ঠিক আছে। আগে হুদাই, নিজেরে খুব সুখি ভাবতাম তাড়াতাড়ি ঘুম আসার জন্য। আর এখন ভাবি আহম্মক ।
ছাইরা দে মা , কাইন্দা বাচি
অতীতে রোমান সৈন্যরা এক ধরনের বিশেষ পোশাক পড়তো। এই পোশাকটায় এখন মেয়েদের কাছে বেশ জনপ্রিয়। ভাবতে পেরেছেন কি পোশাকটার নাম , থাক বলেই দিই, পোশাকটির নাম হচ্ছে স্কার্ট।
ভ্রু কুচকিয়ে লাভ নেই। রোমান সৈন্যদের ব্যবহিত পোশাকের আধুনিক ভার্সনই হল স্কার্ট । এইভাবে চলতে থাকলে ৩০১৬ সালের মধ্যে পুরুষদেরকে আবার গাছের ছাল-পাকল আর পাতা দিয়েই পোশাক বানিয়ে পরতে হবে। তবে এটা থেকে এই বিষয়টা খুবই স্পষ্ট যে , মেয়েরা সৌখিন জিনিস অনুকরণ করতে খুব ভালবাসে।
চলছে , চলবে ...............................
এই সিরিজের অন্যান্য পোষ্টগুলিঃ
কৌতূহলী মন শুধু জানতে আর জানাতে চাই ( পর্ব-১ )
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭