চাঁদনিরাতে নদীর গায়ে নেমেছি দুই লোভী,
তীরজলে পাইনি খুঁজে কোনটা চাঁদের ছবি!
খেয়াল আছে সবই।
কথা ছিলো দূরে যাব, শিখবো জলের নাচ
কথা ছিলো দূরে যেতে দেখবো বাতির ছাপ
কথা ছিলো বেঁচে গিয়ে দেবো আংটির আঁচ
কথা ছিলো বুকে নেবো, দেবো ঠোঁটের তাপ
ঠুনকো কথায় না করেছো, কাঁদলো হৃদয় খুবই,
খেয়াল আছে সবই,
কর্ণফুলি নদীর গায়ের খেয়াল আছে সবই।
কথা ছিলো মিশিয়ে দেবো সাগর-নদীর পানি
কথা ছিলো দূর-দরিয়ায় নেবো প্রেমের ভোগ
কথা ছিলো বেঁচে থাকব আকাশছানি টানি
কথা ছিলো পাড়ি দেবো বন্ধুর ভবলোক
কথাগুলো অস্ফুট ফুল, ফিরলো একা কবি,
খেয়াল আছে সবই,
কর্ণফুলি নদীর গায়ের খেয়াল আছে সবই।
চাঁদনিরাতে নদীর গায়ে নেমেছি দুই লোভী,
তীরজলে পাইনি খুঁজে কোনটা চাঁদের ছবি!
কবিতাটির আবৃত্তি > Click This Link