ভোটাধিকার দেয়ার আগে কোনো লোককে 'ব্যক্তি' করে তোলা উচিত। অথচ বরাবরই 'ব্যক্তি'র দিক বিবেচনা না করে বিধিমোতাবেক ১৮ বছর পূর্ণ হলেই একজন লোককে এ-অধিকার দেয়া হচ্ছে। ১৮বছর পূর্ণ হওয়ার সাথে সাথে কি একজন লোকের কারও বা কোনো দলের পক্ষে-বিপক্ষে ভোট বা মত ব্যক্ত করতে পারার যথার্থ যোগ্যতা তৈরি হয়ে যায়? এরকম বয়স-নির্ধারিত ভোটারই মোটাদাগে আমাদের স্ট্যান্ডার্ড মানের বা সৎ ও দরকারি জনপ্রতিনিধি পাওয়ার পথে অন্তরায়। 'ব্যক্তি'চরিত্রপ্রাপ্ত বা যোগ্য ভোটার দ্বারা যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হোক চাই। এই মুহূর্তে দেশ ও দশের স্বার্থে সচেতন মহলের এমনকিছু চাওয়াটা সময়ের দাবি মনে করি।
ভোটাধিকার দেয়ার আগে কোনো লোককে কীভাবে 'ব্যক্তি' করে তোলা যাবে? অক্ষরজ্ঞান থাকুক বা না-থাকুক, প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকুক বা না-থাকুক, ১৮ বছর পূর্ণ হলে ভোটাধিকার পেতে ইচ্ছুক লোকদের দেশের ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি, দর্শন, অর্থনীতি, আইন বিষয়ের ওপর একটা সাধারণ পরীক্ষার (মৌখিক অথবা লিখিত) মুখোমুখি করে উত্তীর্ণদের 'ব্যক্তি'রূপে গণ্য করা যেতে পারে।
যোগ্য ভোটারের স্বার্থে লোককে 'ব্যক্তি' করে তোলার কাজটার আইনগত ভিত্তি প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রীর সচেতন ও বিচক্ষণ দৃষ্টি আশা করছি।
[ভোটাধিকার প্রসঙ্গে / সবুজ তাপস]
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮