"কেন সংবিধানে বাজছে 'বিসমিল্লা'র সানাই?
কেন অভিধানে 'শেখ মুজিব' অর্থ 'বাংলাদেশ' নাই?"
লাইনদুটো আমার 'সবুজ তাপস' কাব্যের 'চৈতন্যগলি' নামক কবিতার। লাইনদুটোর প্রেমিকসংখ্যা দেখে আমি বিস্মিত। এতো মনোহারী, এতো চিত্তাকর্ষক! প্রেমিকদের বেশিরভাগই উৎস স্বীকার না-করে লাইনদুটো ব্যবহার করছেন দেখে আরও বিস্মিত [ব্যাপারটিকে কেউ-কেউ চৌর্যবৃত্তি বলবেন]। এগুলো যেন আর আমার থাকলো না, প্রেমিকের (পাঠকের) নিজস্ব হয়ে গেলো। ব্যাপারটিকে আমি ইতিবাচক দৃষ্টিতে দেখছি।
[ফেসবুক থেকে সংগৃহীত কিছু আলামত সংযুক্ত]
২.
'সদা সত্য বলিবে' কথাটা মিথ্যাজীবীর মুখ থেকেও বেরিয়ে আসতে পারে এবং ধরা-পড়া ও ধরা-না-পড়া চোরও 'চুরি করা মহাপাপ/অন্যায়' খাসদিলে বিশ্বাস করে এবং বলে বেড়ায়। অর্থাৎ 'ভালো কথা' বলাটা (বলতে পারাটা) একধরণের ফ্যাশন। তাহলে আমরা কী শিখলাম? যা শিখলাম: 'ভালো কাজ' করার চেয়ে 'ভালো কথা' বলা সহজ।
'সুশীল সমাজ' মিডিয়া-সৃষ্ট একটি মতলবি প্রয়াসের নাম। ঐ-ওদের সুশীল বলা হচ্ছে।
বাস্তবে 'সুশীল সমাজ' নামের কোনো সমাজের অস্তিত্ব বাংলাদেশে নাই।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৬