আমার মা ,আমাকে তার গভে কত যত্নে,ভালবাসায় কত স্বস্নে লালিত করেছেন । আমি সে ভালবাসার স্বরুপ কোনদিন অনুভব করতে পারবো না, কারন আমি তার ছেলে সন্তান ।
আমার মা, যখন আমাকে জন্ম দিয়ে মা হলেন, সেই প্রসব বেদনা আর নিজের সদ্য ছেলে সন্তানকে কোলে নেবার যে আনন্দ তা আমি কোনদিন অনুভব করতে পারবো না, কারন আমি যে তার ছেলে সন্তান
আমার মা, সে একজন পুরুষের জীবনসঙ্গীনি (আমার বাবা), সে আরো একজন পুরুষের মেয়ে সন্তান, আরো একজন পুরুষের আদরের ছোট বোন, সে একজন নারীর, নাড়ী ছেড়া তীব্র ভালবাসার মেয়ে সন্তান।
আমার মা, আমার সবচেযে আপন-ভরসার- ভালবাসার সমুদ্র।
উফ ! ! মা তোমায় কত ভালবাসি !! কত ভালবাসি সম্মান করি ! !
তবে কেন ভালবাসতে পারবোনা, সম্মান করতে পারবোনা ?? যেসব নারী যারা অন্য কারো মা, আজ বা কাল, কাছে বা দূরে সেওতো কারো মা বা করো মা হবে।
নারী মানেই মা, নারী মানেই বোন, নারী মানেই কারো সহধর্মীনী।
আইন দিয়ে নারীর সম্মান রক্ষা করা যায়না ।
মানুষ কে তার সামাজিক চরিত্র পরিবর্তন করতে হবে। নারী, নারী হবার কারনে সমাজ থেকে কিছু বেশি অধিকার দাবি করতে পারে যা পুরুষের থেকে বেশি ।
আসুন
নারীদের প্রতি সম্মান দেখাই, প্রকৃত অধিকার পেতে সাহায্য করি ।
বিশ্বের সকল নারীদের কল্যাণ কামনা করছি
..............এই পোষ্টটাই ছিলো ব্লগে আমার প্রথম পোষ্ট..............