আমাদের একতা দেখে, মডারেটর রা আর তাদের বংশবদরা সে একতাকে ভান্গার ক্রমাগত চেষ্টা করে যাচ্চে। আমরা সকলে এক সাথে ব্যান হয়েচি আর আমরা একসাথে আনব্যান হবো। সেদিনকার প্রতিরোধ ছিল আমাদের একতার যুদ্ধ। সুশীল, গালিবাজ, ভালো, খারাপ । দলমত নির্বিশেষে সকল ব্লগার এ যুদ্ধে অংশ নিয়েছেন। তাই আমরা করুনা চাইনা, আমরা চাই সকল ব্লগার রা যারা রাজাকারি চেতনা থেকে সেই রাতে প্রতিরোধ গড়ে তুলেছেন। আর আমরা তাদের করুনা চাইনা, যারা সেই রাতে ভানুমতির খেল দেখেছেন আর এখন কলম চিড়ে রক্ত বার করচ্ছেন বিভিন্ন ব্লগারের মুক্তি চেয়ে।
মুক্তি প্রথম তারপরে চাই স্পষ্ট ঘোষনা যে সাইনে কোন মুক্তিযুদ্ধ বিরোধি পোষ্ট কিংবা মুক্তিযুদ্ধের গঠনমুলক সমালোচনা করা যাবেনা। একটি মানুষের জন্ম নিয়ে কোন প্রশ্ন উঠানো যায়না, সেক্ষেত্রে একটি দেশের তিরিশ লাখ লোকের বিনিময়ে জন্ম নিয়ে দেশের স্বাধিনতা সম্পর্কে কোন গঠনমুলক সমালোচনা কেন?
তাই সংগ্রামী ব্লগার বিভাজনের চেষ্টা থেকে দুরে থাকুন। আমরা একতাবদ্ধ, আমাদের লক্ষ্য স্হির এবং বিজয় সুনিশ্চিত। সেই বিজয়কে তরান্বিত করবার জন্য একন থেকে প্রতিদিন একটি সংগ্রামী বুলেটিন প্রকাশ করা হবে যাত পরবর্তী করনীয় সম্পর্কে জানাতে পারবেন এবং জানতে ও পারবেন।
আর মনে রাখুন এ লড়াই শুরু করেছি আমরা, শেষ করব আমরা। তথাকথিত সুশীল কিংবা ভালো ব্লগারদের সাহায্য চাই কিন্তু একতার মুল্য নয়।
ব্লগে স্বাধিনতার সুর্য উড়বে আর শকুনরা পালাবে এ হোউক আমাদের শপথ।