যার দিকে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকাই
সে পুড়ে অঙ্গার হয় অপরিশোধ্য আগুনে
যার দিকে প্রসারিত করি প্রেমের প্রবাহ
নিমেষে ভিজে যায় পরিশ্রুত অশ্রুধারায়
আমি দিতে পারি ঘৃণা, আঘাত ও উৎপীড়ন
পক্ষান্তরে থাকে ক্ষমার মতো সুন্দরতম সাহস
আমার সকল ক্ষমতার উৎস মেজাজ
ইচ্ছে হলে প্রবালকীটের মতো আত্মত্যাগে
গড়ে দিতে পারি বিলাসিতার বিশেষ দ্বীপ,
প্রয়োজন হলে কেড়ে নিতে জানি লুণ্ঠিত লণ্ঠন
ঢঙের আলাপ শুধিয়ো না, আত্মকেন্দ্রিক না হলে
নিজের কক্ষপথ থেকে কবেই ছিটকে যেত পৃথিবী।
-সাদিক সাকলায়েন
১৪.১১.২২
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৩