শুদ্ধতায় সকাল শুরু, দুপুরে তার বিরুদ্ধতা
দিনটা কেমন যাবে বলে দেয়া একেবারে বৃথা
তবু সন্ধ্যার খবরে পরদিনের আবহাওয়ার পূর্বাভাস
বৃষ্টি নামতে পারে, ছাতা সঙ্গে নিলে মাথা বাঁচবে
নিজের ভালো বোঝে পাগলও, মেনে নিচ্ছি
সুবিধাবাদের বিধান মতো
আলোতেও আছি আড়ালেও আছি
ছারপোকা তেলাপোকা পরজীবি মশা মাছি
খাদ্যে ভেজাল বাদ্যে বেতাল জগাখিচুরি সংস্কৃতি
শব্দ দূষণ জব্দ-তোষণ অপমান আর গালিগালাজ
সিংহাসনে বাঘের থাবা, আশেপাশে ধর্ম-বাবা
জ্বি-হুজুর জ্বি-স্যার জ্বি-স্যার, তেল মাখানোর তেলেসমাতি
জাঁহাপনার যথেচ্ছাচার, একচোখা বাজে বিচার
'মানবো না' খালি মুখেই বলছে, ভেতরে ভেতরে আপোস চলছে
চুল পড়ছে দাড়ি পাকছে হাঁটতে গিয়ে পা কাঁপছে
ক্ষীণদৃষ্টি দাঁতে ব্যথা গ্লুকোজের ওঠানামা
ছোটাছুটিতে সেমিকোলন কখনওবা দাঁড়ি-কমা
মুছে ফেলে আবার ছুট -মেনে নিচ্ছি
এদিকে যাই ওদিকে যাই ডানপন্থী বামপন্থী
খ্যাতি চাই ক্ষমতা চাই যশপ্রার্থী নামপন্থী
চাহিদা বাড়ছে, চাওয়া বাড়ছে
আরও চাই -আরও বেশি, খাইখাই খামচাখামচি
সবই যখন বেশি বেশি তখন আর কী
চালের দাম বাড়ছে -মেনে নিচ্ছি
ডালের দাম বাড়ছে -মেনে নিচ্ছি
তেল নুন ঝালের দাম বাড়ছে -মেনে নিচ্ছি
অবিরাম বাড়ছে দাম নিত্যদিনের পণ্যগুলোর
দরদরিয়ে ঝরছে ঘাম যারা ফলায় শস্য-সোনা
তারাই যখন কিনতে যায় এক টুকরো মেঘের ছায়া
ছেঁড়া জামার ফুটো পকেট -যাও, এখানে ভীড় করো না!
কোথায় যাবে লোকগুলো সব, রাজ্যটা কার?
রাজ্য টাকার : টাকার কুমির টাকার পাহাড়...
লুটেরাদের বুটের নিচে পিষ্ট সমাজ
খেলাপিদের জিলাপির প্যাঁচ
এটাই গরজ -বছর বছর বাড়বে খরচ লেখাপড়ার
মান কী হবে, থোরাই কেয়ার
চিকিৎসাতেও একই কথা, হাসপাতালের পণ্য 'সেবা'
কোথাও যদি গন্ডগোল -ওটাও পুঁজি কারও কারও
জিম্মি করে পোয়াবারো, আরও আছে আরেকদল
'বুদ্ধিজীবী' লোগো সেঁটে দুধের নামে বেচছে ঘোল
চলছে ভালো বিকিকিনি, কেউ পুরো কেউ সিকি কিনি
তবু যদি ব্যবসায় লস, এই আংটি পরলে আপনি-ই বস
-জীবনের যাবতীয় সমস্যা সমাধানের
গ্যারান্টিসহ বিজ্ঞাপন মেনে নিচ্ছি
প্রজ্ঞাপন মেনে নিচ্ছি
আইন মেনে নিচ্ছি, আইন না মানা মেনে নিচ্ছি
শেয়ার বাজার কারসাজি, বিয়ের বাজারে ধোঁকাবাজি
চাঁদাবাজি ডাণ্ডাবাজি ঠকবাজি ধান্দাবাজি
যে যেখানে পারছে যাকে ইচ্ছে মতো ঠকিয়ে নিচ্ছে
দুর্নীতিতে সুর মিলিয়ে লাজলজ্জা শিকেয় তুলে
হাত পাতছে কর্তা-কর্মী
ঘুষ দিলে ঘাস রেডি, সবুজ সবুজ কচি ঘাস
আমজনতা চতুষ্পদ আনন্দে গদগদ, মেনে নিচ্ছি
খুশির ঠেলায় ভুলতে বসি ফন্দি আঁটা বিড়াল তপস্বী
চুরি-ছিনতাই অপহরণ নোট ডাকাতি ভোট ডাকাতি
অস্ত্রশস্ত্র ছুরি চাপাতি ভয়ের চোটে মেনে নিচ্ছি
জ্যন্ত মানুষ বাড়ি ফিরছে -মধ্যপথে শোক সংবাদ
ট্রাকের চাপা বাসের ধাক্কা -সড়ক যেন নরকের দ্বার
ঘর কি তবে ঘর আছে আর? কিংবা সুখের সংসার ?
বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে মার কুপিয়ে মার..
অনিরাপদ চার দেয়ালও অমানুষদের ধর্ষণে
বিচারহীনতার সান্ত্বনা সাতকাহন অভিশাপ বর্ষণে
ট্রেনের নিচে নারীর মাথা -এক নিমেষে সব শেষ
'কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ' মেনে নিচ্ছি
বিদেশ কেন? দেশে কী নেই?
পাতে যখন ভাত থাকে না, বলছি 'ঘি নেই?'
এ-কার আ-কার বিহীন বেকার - বকরবকর
আর কতদিন? হও পরের ঘরের চাকর-নকর!
জমি বেচে সাগর পেরোও, রক্ত বেচে শোধ করো ঋণ
তুমিতো তাও বেঁচে গেলে, এখানে যে হেসেখেলে
বড় হবে তোমার ছেলে, সেই পরিবেশ আছে কোথাও?
ময়লায় সয়লাব রাস্তাঘাট ভাঙা সেতু
রেডিওর বাচাল বালিকা, বিকৃত বাংলা
করপোরেশনের বেওয়ারিশ কুকুর, নাগরিক সংকট
রাজপথে গাড়ির জট, গলির মুখে পুলিশি আবদার
নেশার বড়ি করছে দখল জায়গা কারও বাপ-দা'র
গাছে-গাছে ফুল-ফলও নয়, ফুটে থাকে মালিকানা
আকাশ বিভক্ত, সমুদ্রে সীমানা
দরজা খুললে প্রতিবেশীর দেয়াল, মাঠ দখলে মাটি দখলে
এভাবে সব যায় নষ্টদের কব্জায়, অশিষ্টরা শ্রেষ্ঠ হয়
দাম পায় না ভালো মানুষ, নৈতিকতার নিকুচি
সততা আছে যতটা -তুলে রাখে ঈশ্বরের দাস
পাপ করে ওরা পরে মাফ চেয়ে নেবে 'পুরোই খালাস'
মৌলবাদ মিথ্যাচার জ্বালাতন অত্যাচার
সব মুখ বুঁজে মেনে নেওয়াকে অদ্ভুতভাবে মেনে নিচ্ছি
তবুও মেনে নিতে নিতে ফিরে আসি সম্বিতে
সমস্ত সহনীয় অবস্থা ধীরে ধীরে সরে যায় দূরে
ক্রমাগত জমা হয় নৈরাজ্যের নিরাশা
যারা অন্ধের মতো সবকিছু বিশ্বাস করে
ঘুরপাক খায় পিচ্ছিল কুয়োর তলে
যারা প্রশ্নাতীতভাবে মেনে নেয় বিস্ময়কর তত্ত্ব
আমিও কি তাদেরই দলে ?
নত হয়ে ক্ষত বয়ে কেটে যাবে চিরদিনই?
মরচেধরা সেকেলে শেকল ভাঙার সময় এখনই
ভাঙবে নাকি ভেঙে যাবে, পাথর
থেঁতলাবে নাকি নিস্তেজ হয়ে যাবে নিজে?
বিশ্বাসের ওপর বেমানান নির্ভরশীলতা নয়
এবার বিভবশক্তিতে প্রচণ্ড আছড়ে পড়ো
আমি যাকে ঘৃণা করি, দুর্বিনীত আঘাত করো তাকে
আমি যাকে ঘৃণা করি তার শরীরে শক্ত খোলস
আমি যাকে ঘৃণা করি তার হাতে রক্তের দাগ
মুখোশের খোশমেজাজ তাকে তরতাজা করে রাখে
ভাঙো, চূর্ণবিচূর্ণ করে দাও তার দম্ভের দুন্দুভি
দোহাই তোমার, আমাকে পাথর করে দিও না।
আবৃত্তি শুনুন:
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৬