আমিতো ভিখিরি, ভিক্ষে দাও, করুণা দিও না
দায়িত্বের বেশি সামান্যও ঝুঁকো না
মসৃণ উপত্যকার যৌবত দেখার দুঃসাহস করবো তবে
হাত সরাও, তোমার স্পর্শ যাতনার থেকেও করুণ
যা দেবার ওপর থেকে নিরাপদে ফেলো
নইলে অনামিকায় গেঁথে দেবো সুনিশ্চিত ফাঁসি
আমিতো ভিখিরি, গোগ্রাসে গিলেছি অনেক উধাও
সাবধান কথাবেশ্যা, এরপর দেখা হলে সোজা বলে দিও
'আজকে মাফ করেন, আরেকদিন আইসেন'