আজ সন্ধ্যায় লেকের পাড় ধরে হাঁটছিলাম... আর ভাবছিলাম, একজন রাজাকারের হন্তারকের জন্য এভাবে কিছু মানুষ রাস্তায় নেমে সহিংসতা করছে? তারা কি কিছুই জানেনা ঐ নাপাকের কু-কাম? আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তারপরও কেমন যেন একটা আনন্দ লাগছে, যাক একটা কাঙ্ক্ষিত রায় তো পেলাম... একটা চিহ্নিত খুনি তো ফাসির রায় শুনলাম...

। তো লেকের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখছিলাম...। আমার ঢাকা জীবনের একটা বড় সময় কেটেছে রাস্তার লোকজন দেখে। মানুষের হাটার ব্যস্ততা দেখতে আমার ভালো লাগে। দেখছি... কিছু মানুষ তাদের বাড়তি মেদ কমানোর জন্য দৌড়াচ্ছে, কিছু হাঁটছে, কিছু জোড়া প্রেম করছে, কেউ কেউ বুট-বাদাম খাচ্ছে আরো কি কি...। আমিও আবার কচ্ছপ গতিতে হাঁটছি, মেদ কমানোর জন্য নয়! এমনিই। তো দেখলাম একটি পরিবার... সুখী পরিবার! স্বামী-স্ত্রী, এক জোড়া ছেলে-মেয়ে। মেয়েটা বাবার কোলে, মা আর ছেলে হাঁটছে, তো মেয়েটা তার ভাইয়ের দিকে মুখ করে দুই ভাই-বোন মিলে গাইছে, “ধন-ধান্যে পুস্পে ভরা... আমাদের এই বসুন্ধরা...”। ঐ দুই পিচ্চির সাথে সাথে মা-বাবা ও গাইছে। দেখে এত ভালো লাঘালো। আমি নিশ্চিত, হৃদয়ে ভালোবাসা না থাকলে এত ছোট্ট ছেলে-মেয়েদের সাথে নিয়ে ঐ দম্পতি এই গান গাইত না। আমার খালি একটা কথায় মনে হচ্ছিলো, দেশে বহু মানুষ আছে যাঁরা দেশকে ভালোবাসে সপরিবারে...। তোমরা পাপিস্তানের এজেন্টরা যতই চাপাচাপি কর, আমাদের এই দেশকে আর কখনই পাপিস্তান বানাতে পারবে না...। আমাদের ঐ পিচ্চিগুলারেই তো সামাল দিতে পারবে না... । আমরা আছি, তোমরা তৈরী হও, দেশের ভালবাসা হবে সবার হৃদয়ে। পশুদের জন্য অন্য কিছু।
ভালোবাসা বাংলাদেশ...