লিখেছেনঃ- প্রখ্যাত উপস্থাপক আবদুন নুর তুষার
বার বার এইসব লেখা দেখে কেন বুকটা হুহু করে উঠে... কিছু বলতে গিয়ে জড়িয়ে যায় মুখটা... আর কথা আসে না। কেন জানি না... হয়ত আমি এখনও মানুষ! টিভি-পত্রিকাতে এসব চহবি প্রকাশ হয় না। ইন্টারনেটের কল্যাণে কিছু ছবি দেখেই গলাটা কেমন শুকিয়ে গেলো, চোখে কিছু নোনা জল অনুভব করলাম, কথা বলতে গিয়ে শব্দ হলো না। আবার কেনো জানি না ভাবতে একটু কষ্ট হচ্ছে, আল্লাহ কি সত্যি আছেন, উনি কি কোন শিশুর কান্না শুনতে পান না, কোন বিকৃত শিশুর লাশটা কি কোন ফেরেশতা এসে হিসেব করেন না! আমার কেউ নন তারপর ও আমি আহত হচ্ছি, আল্লাহ তো উনার সকল সৃষ্টকে ভালোবাসেন, নিষ্পাপ শিশুদেরকে আরো বেশি...
ইয়া আল্লাহ, তোমার কাছে বিচার চাই, "নিশ্চয়, তুমি মহান এবং ন্যায় বিচারক।"
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫১