মেলবোর্নের ছোট্ট একটা গ্রাম চার্চিল...হুমম...গ্রামই বলা চলে একে...চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব একটা যায়গায় আমার জামাই এর Monash University campus. ২৪শে জুন চলে এলাম এখানে।
এইযে আমার বাড়ি,যেখানে এখন থাকি আমি
কথা না বাড়িয়ে এই পাঁচমাসে আমার ঘুরাঘুরির কিছু ছবি দেখি ...
Narracan Falls:
অস্ট্রেলিয়াতে এসে প্রথম বেড়াতে গিয়েছিলাম Narracan Falls এ।আমাদের বাসা থেকে ১ ঘন্টা দূরত্বে।
Buchan Cave:
দারুন একটা যায়গা Buchan Cave।৪০০ মিলিয়ন বছর আগের limestone rock ক্ষয় হয়ে এই গুহাগুলো তৈরি হয়েছে।দেখলে মনেই হয়না এতো বছর আগেকার গুহা এগুলো...
limestone rock
cave থেকে বের হয়ে দেখা পেলাম একদল ক্যান্গারু-র।আমরা যেমন অবাক হয়ে ওদের দেখছিলাম,ওরাও ঠিক তেমনিভাবে আমাদের দেখছিলো
Lakes Entrance:
Monash University থেকে আমরা Lakes Entrance ট্যুরে গিয়েছিলাম।এখানে মজার কিছু প্রানী দেখেছি যা এর আগে শুধু টিভিতে দেখেছিলাম।
জেলিফিস:
কোয়ালা:
পেলিক্যান:
Mount Baw Baw:
জীবনের প্রথম বরফ দেখার মজাই আলাদা
মাঝে সিডনীতেও গিয়েছিলাম।সেই ছবিগুলো আর দিলাম না
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫৫