ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কয়েকদিন আগেই বাংলাদেশ ক্রিকেট দল দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসিয়ে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। এ ম্যাচে আমাদের দেশের পেস বোলারদের পারফর্মেন্স ছিল চোখ ধাধানো।
মাশরাফি, তাসকিন ও রুবেলদের আক্রমনাত্মক বোলিংই আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। তিনজনই ১৪০ কি.মি এর বেশি জোরে বল করেছে। তবু তারা কিন্তু বিশ্বের সেরা দ্রুততম বোলার নয়। ক্রিকেট ইতিহাসে অনেক বোলার আছে যারা মাশরাফি, তাসকিন ও রুবেল হোসেনদের চেয়ে বেশি জোরে বল করতে পারে। তার মধ্য থেকে যারা ইতিহাসে শীর্ষ ১০ সর্বাধিক দ্রুততম বোলার হয়ে এখনো আছে। তাদের নাম নিন্মে প্রকাশ করা হলো :
১০. লাসিথ মালিঙ্গা :
লাসিথ মালিঙ্গা-এর বোলিং গতি : ১৫৫.৭ KMPH
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার রাইট আর্ম ফাস্ট বোলার। মালিঙ্গা অদ্ভুদ অ্যাকশনে বল করে থাকেন। সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট মালিঙ্গা একজন বিশেষজ্ঞ ফাস্ট বোলার। বিশেষ করে স্লগ ওভারের বোলিংয়ে বর্তমানে স্তেই সেরা। মালিঙ্গা তার দ্রুততম বলটি করেন ২০১১ বিশ্বকাপে মুম্বাইএ নিউজিল্যা্ন্ডের বিপক্ষে ।
১০. ডেল স্টেইন :
ডেল স্টেইন-এর বোলিং গতি : ১৫৫.৭ KMPH
ডেল উইলেম স্টেইন দক্ষিণ আফ্রিকার ও বিশ্বের ১ নম্বর ফাস্ট বোলার। নিঃসন্দেহে তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। ফাস্ট বোলিংয়ের ইতিহাসেও অন্যতম সেরা বোলার । তার দ্রুততম ডেলিভারিটি করেন নিউজিল্যান্ড ।
৯. শেন বন্ড :
শেন বন্ড-এর বোলিং গতি : ১৫৬.৪ KMPH
শেন বন্ড এডওয়ার্ড নিউজিল্যান্ড এর ডানহাতি বিপজ্জনক ফাস্ট বোলার ছিলেন । ২০০৩ সালের বিশ্বপাপে বন্ড তার দ্রুততম বলটি করেন ।
৮. মোহাম্মদ সামি :
মোহাম্মদ সামি-এর বোলিং গতি : ১৫৬.৪ KMPH
মোহাম্মদ সামি পাকিস্তানের রাইট আর্ম ফাস্ট বোলার। তিনি পাকিস্তান ও ক্রিকেট ইতিহাসের ৮ম দ্রুততম বোলার। সামি ওয়ানডেতে তার দ্রুততম বলটি করেন ২০০৩ সালের এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে শারজায়।
৭. মিচেল জনসন :
মিচেল জনসন-এর বোলিং গতি : ১৫৬.৮ KMPH
মিচেল জনসন অস্ট্রেলিয়া দলের বিধ্বংসী ফাস্ট বোলার। মিচেল জনসন দ্রুততম বোলার তালিকায় ৭ম। তিনি ২০১৩ সালে ডিসেম্বর এমসিজিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪র্থ টেস্টের ৩য়দিন বলটি ডেলিভারি করেন।
৬. ফিদেল এডওয়ার্ডস :
ফিদেল এডওয়ার্ডস-এর বোলিং গতি : ১৫৭.৭ KMPH
ফিদেল হেন্ডারসন এডওয়ার্ডস, ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার। তার অবস্থান ৬ষ্ঠ। তিনি ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্রুততম বলটি করেন।
৫. অ্যান্ডি রবার্টস :
অ্যান্ডি রবার্টস-এর বোলিং গতি : ১৫৯.৫ KMPH
অ্যান্ডি রবার্টস ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক ফাস্ট বোলার। অ্যান্ডি রবাটর্স একজন পরিপূর্ন ফাস্ট বোলার ছিলেন। তিনি ১৯৭৫ সালে পার্থে অস্টিলিয়ার বিপক্ষে তার দ্রুততম বলটি করেন।
৪. জেফ্রি থম্পসন :
জেফ্রি থম্পসন-এর বোলিং গতি : ১৬০.৪ KMPH
জেফ্রি রবার্ট থমসন তিনি তার যুগের দ্রুততম বোলার মধ্যে একজন ছিলেন। এই সাবেক অস্ট্রেলিয়ান রাইট আর্ম ফাস্ট বোলার ১৯৭৫ সালে পার্থে উয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দ্রুততম বলটি করেন। তার অবস্থান ৪র্থ।
৩. শন টেইট :
শন টেইট-এর বোলিং গতি : ১৬১.১ KMPH
শন উইলিয়াম টেইট অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একজন রাইট আর্ম ফাস্ট বোলার। দ্রুততম বোলার তালিকায় তিনি ৩য়। শন টেইট ইংল্যান্ডের বিপক্ষে তার দ্রুততম বলটি করেন।
২. ব্রেট লি :
ব্রেট লি-এর বোলিং গতি : ১৬১.১ KMPH
ব্রেট লি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের দ্রুততম অস্ট্রেলিয়ান বোলার। ক্রিকেট ইতিহাসে তিনি ২য় দ্রুততম বোলার। লি ২০০৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ড বিরুদ্ধে তার দ্রুততম ডেলিভারিটি দেন।
১. শোয়েব আখতার :
শোয়েব আখতার-এর বোলিং গতি: ১৬১.৩ KMPH
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ডানহাতি ফার্স্ট এ বোলারকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত এবং ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার হিসেবে গণ্য করা হয়। তিনি ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম ডেলিভারিটির মাধ্যমে বিশ্বরেকর্ড করেন। যা এখনও কেউ ভাঙতে পারেনি।
তথ্যসূত্র : View this link , ছবি : গুগল.কম।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৯