আমরা সব আড্ডাবাজ। এই কথা কি আর ভুলি! আসবার আগেই তাকে খোঁচানো শুরু, "এই কবে আসছো?" বেচারা আট ঘন্টা গাড়ী চড়ে, জাম ঠেলে বাড়ী ফিরে আমায় জানালো, "এসেছি তোমাদের রাজধানীতে।" আমি বত্রিশ দাঁত বের করে বললাম "এই হল আমাদের ঢাকা, আর এই হল জীবন, ব্যপার না"।
ঠিক হোল শনিবার দিন আমরা চারজন সেদিনের মতন হুলুস্থুল হাসি আনন্দে মেতে উঠবো। অদিতিটা আরেক কাঠি চাল্লু, সে শুক্রবারে যেয়ে আগাম ভুনা খিচুড়ি পেট পুড়ে খেয়ে এল। আমরা তো ভাবছিলাম সে বুঝি বাড়ীই ফিরবে না আর মজার মজার সব খাবারগুলো একাই খাবে। শেষে সব হিংসার অবসান করে ফেসবুকে আমাকে নকনক....এইদিকে যেয়ে ঐদিকে যাবা, তারপর ঐ সাদা বাড়ীর সাততলায় দিদিকে পাবা। আমি বল্লাম তুই কোথায়। বলে বাড়ীতে। বল্লাম কখন যাবি? বলে ভোরে

এরপর দিদির নক, একগাদা খাবারের লিস্ট শুনিয়ে বলে আর কি খাবি বল, কার কি আবদার আছে বলে ফেল।" আমি বললাম "সিলেটে যেয়ে আবদার করবো, আর তোমার পেছন পেছন ঘুরে রান্নাগুলো সব শিখেও ফেলবো।" বলে আচ্ছা।
খাবারের মেনুতে গুড়ের পায়েস ছিল। কি অদ্ভুত ব্যপার! আমার কিছুক্ষন আগেই মনে হচ্ছিল গুড়ের পায়েস এর কথা। আমি বললাম আমি খাব, আর জাফনা এবং মি. প্যাং প্যাং এর জন্য নিয়েও আসবো

সকালে দেখি কি ঠান্ডারে বাবা! একটু আলোর মুখ দেখার আশায় লেপের নীচে বসে নেট দেখছি। দিদির ফোন, লেপের নীচে আছি শুনে বলে "এখানে এসে লেপের নীচে বসে থাক"। অদিতি পাজীটা এরই মধ্যে ওখানে হাজির। আধঘন্টা পর পারুপার ফোন, তোমার জন্য চা খেতে পারছি না। অথচ তারা তখন ধোয়া উঠানো গরম চা হাতে নিয়ে বসে আছে

এবং একই সাথে এরা এত দুষ্টু বলে জন্মদিনের পর থেকে সুন্দর লাগছে আমাকে



পারুপা আমাদের সবার জন্য একটা করে মোবাইল রাখবার ব্যাগ নিয়ে এসেছে, আর আমার জন্য কিছুদিন আগে পেরিয়ে যাওয়া জন্মদিনের উপহার। আর তাই নিয়ে আমাকে পচানোর আগে আমিই দুষ্টুমি জুড়লাম।
জন্মদিনের গিফ্ট
শুরু হল হুলুস্থুল ছবি তোলা। এদিকে খাবার সার্ভ করা হয়ে গেছে। শীতের তীব্রতায় খাবার ঠান্ডা হবার উপক্রম। তাই চটপচ সব খেতে বসে গেলাম। আমি বললাম খেয়েই চলে গেলে একটি বিশেষ এলাকার কথা বলা হয়। এসেই খেতে বসলে তাকে কি বলা হবে? কে এত কথার উত্তর দেয়। সব খাওয়ার দিকে নিমগ্ন। দিদি বোঝাচ্ছে কোনটা কোন খাবার, রেসিপি ইত্যাদি। এতএত মজার মজার খাবার, সাতকরা দিয়ে গরুর মাংস, মুরগী, বেগুন আর ডিমের ভর্তা, শোল মাছ দিয়ে মুলা, সব্জী, সালাদ, আচার, গুড়ের পায়েস........উহ আরো বললে সবাই আমাদের রাক্ষস বলবে।
এই হল খাবার

পারুপা খেতে খেতে আচারের প্রসংশায় অস্থির দেখে দিদি তাদের মাস্টারশেফকে বলল ছোট বাটিতে পারুপাকে একটু আচার প্যাক করে দিতে । পারুপার ঝটপট উত্তর ছোট বাটি কেন? বড় হলে কি হয়

পারুপার আচার আত্তিকরণ

এরপর সব বিছানায়। অদিতি আর দিকে একপাশে বসতে দিয়ে পারুপা আর আমি আরাম করে কম্বলের নীচে উষ্ণতায় বসলাম, চারজন কম্বলের চারধারে। শুরু হোল গল্প। গল্প আর গল্প। এর মধ্যে আরিয়ানার ফোন। শুরুহয় আমাদের পাচজনের আড্ডা। ও ঢাকা এলে আমরা কত মজা করবো তার প্ল্যান করা হয়




এরমাঝে জানা গেল আমাদের মাঝে একজনের আয়োডিন কম তাই তার থায়রয়েড এর সমস্যা



এর মধ্যে আরেকজন একখানা বানী ঝাড়লো, "পুরুষ মানুষের ভালবাসা আর মুসলমানের মুরগী পোষা" নাকি একই। কথাটা শুনে চিন্তায় আছি

আর পারুপা বলেছে আমাকে নাক ফুটো করতে, করলে নাকি একটা জারকনের নাকফুল কিনে দিবে। অদিতি রোমান্টিক বুঝুক আর না বুঝুক এতে চক্ষু বুজে সায় দিল। নাকফুলের লোভে কি করি তার ঠিক নাই

গল্পে গল্পে বিকেল হলে দিদি আমাদের জন্য পায়েস, সাতকরা, আর আমার পারু আপার জন্য শুকানো ডেফল (যা কিনা হাচ্চু পার্টির জন্য দাওয়াই) যার যার ব্যাগে গুছিয়ে দেন। সাতকড়া কিভাবে রান্ধতে হবে তার টিপস্ও দেন, এই টিপস নাদিলে নির্ঘাত কাল পারু আপু ভাইয়ার কাছে আরেকবার নাকাল হতেন। আমি তো আগে আমরা কিভাবে সাতকড়া খেযেছিলাম সেটা ভেবে হেসেই খুন হচ্ছিলাম বারবার।
আমি মনে করে আমার পুতুল গিফ্টটা নিয়ে নিলাম।
এরপর বিকেলের ঘন দুধের মজার চা। মাসাটারশেফের স্পেশাল চায়ের আশায় আমাদের চা পেতে দেরী হোল। তবে এই চান্সে দিদির হাতের দারুন চা খাওয়া হয়ে গেল।
পারুপা র গাড়ী এসে পড়তেই আমাদের আসর ভাঙলো। ভাগ্যভালো শীত ছিল, নইলে নাকি আমাকে এক জায়গায় ছুড়ে ফেলে ওরা চলে যেত

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৯