আমার বিস্ময়গুলি আমি প্রত্যহ বুনে চলি,
নক্সিকাঁথার জমিনে;
সোনামুখী সুই আর রঙ্গিন সুতোর ভাঁজে
লাল নীল, সবুজ নক্সাগুলি,
ফুঁড়ে ফুঁড়ে তুলি!
আমের বউল ডালে ঝোলানো ঝুলন,
কিশোরীর উড়ে যাওয়া বেনী,
কিশোরের শার্টের
একটা বোতাম,
হৃদয়ের ধুকপুক, মন উচাটন!
আঙ্গুল ডগায় ফোটে রক্তকমল,
ক্ষত বিক্ষত জমিনে হয় চাষের আবাদ,
বিস্ময়ে অভিভুত আমি, চেয়ে থাকি অপলক!
ধীরে ধীরে বড় হয় চারাগুলো,
সবুজ কোমল শীষে ভরে যায় ডাল.....
অনুভুতিগুলো ভোঁতা খঞ্জর আজ,
কামারীরা কাঁটায়, ব্যাস্ত সময়,
রক্তে ঝলকে না সেই তীক্ষ্ণ আবেশ!
তবু
আমার বিস্ময়গুলি আমি রোজ সেলাই করি,
আটকে রাখি,
নক্সিকাঁথার মাঠে,
প্রতি ফোঁড়ে ফোঁড়ে গেঁথে রাখি
আমার হারিয়ে যাওয়া বিস্ময় দিনগুলি....
একটি সাজু আর একটি রুপাই......
আর একটি ফুরিয়ে যাওয়া নক্সিকাঁথার মাঠ....
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮