একাকী বিকেলগুলো
এখুনি গড়াবে সাঁঝে, জড়াবে অন্ধকার,
মায়াহরিণী হারাবে পথ তার!
মরিচীকা দয়া করো,
এক টুকরো মশাল জ্বালো
মায়া বনহরিণী ফিরে পাক আর একটিবার,
একটিবার আর, আলোকিত অতীতের দ্বার..
স্তব্ধ বিকেলগুলো বড্ড একা,
মেয়েটার একাকী আকাশ জুড়ে
ওড়ে গাঙ্গচিল;
পোড়ে অন্তরে শ্বশানের দাহ ধিকিধিকি,
ঝিকিমিকি জ্বলে সেথা সোনালী বিকেল,
আলো ঝিলমিল...
স্মৃতিগুলো বড় নিষ্ঠুর, দয়ামায়াহীন,
কাঁদতে গিয়েও হেসে ফেলে মেয়েটা,
ভেসে যায় সুদূরের তানে;
তারপরই জেনে যায়,
মন তার কেঁদে যায়,
এ হবার নয়...
তবুও সে নেশাগ্রস্থ হরিণীর মত,
মৃগনাভ উন্মাদনায়,
এক ছুটে ছুটে যায়,
তিল তিল লুটে যায় ,
অতীতের মায়া,
ফেলে আসা ছায়াপথ, দূর বহুদূর ...
অচ্ছুৎ, অস্পৃশ্যা,
মন, হয়ে ওঠে বিদ্রোহী ক্ষন,
বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসে
ছায়া দেয়ালের পাশে;
ভেংচি কাঁটে আলগোছে একা
হেলে পড়া রোদ্দুর, ভাগ্যের কাছে...
একাকী বিকেলগুলো
এখুনি গড়াবে সাঁঝে, জড়াবে অন্ধকারে,
মায়াহরিণী হারাবে তার পথ!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২