তবে একথা অনস্বীকার্য যে, টাটা মেমোরিয়াল হাসপাতাল শুধু ভারতের নয় বরং এই উপমহাদেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের ট্রিটমেন্টেটর জন্য বিশাল এক আশীর্বাদ স্বরূপ। প্রসঙ্গত জানিয়ে রাখছি, বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য এখনও তেমন কোন আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি নেই, যার জন্য মানুষ ব্যাংকক যেত প্রচুর টাকা খরচ করে। কিন্তু যাদের টাটাতে যাবার অভিজ্ঞতা আছে, তাদের মুখ থেকেই শুনেছি, এখানে খরচ ব্যাংকের তুলনায় অনেক অনেক কম এবং সেবার মানও আন্তর্জাতিক মানের।
ভবিষ্যতে যদি কারও কোন 'গাইড লাইন' প্রয়োজন হয়, তবে পরবর্তী লেখাতে আরও বিস্তারিত জানাবো।
