খুলনায় অবস্হিত একটি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানীতে দুজন ওয়েব ডেভেলপার আবশ্যক।
প্রার্থীর যোগ্যতা:
১. এইচটিএমএল ও সিএসএস এ দক্ষতা।
২. জুমলা ও ওয়ার্ডপ্রেস টেমপ্লেট তৈরি।
৩. জুমলা ও ওয়ার্ডপ্রেসে কাজ করার দক্ষতা।
শিক্ষাগত যোগ্যতা:
১. কমপক্ষে এইচএসসি পাস।
২. দক্ষদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
বেতন ও সুবিধা:
১. প্রারম্ভিক বেতন - ১০,০০০/-
২. তিন মাস পরে দক্ষতার ওপর নির্ভর করে ১২,০০০-১৪,০০০/-
৩. প্রতি ছয় মাস পরপর পরফরমেন্সের ওপর নির্ভর করে ৫-১০% বেতন বৃদ্ধি।
৪. দুই ঈদে মূলবেতনের ১০০% বোনাস।
আগ্রহীরা সিভি পাঠান - ceo@primexsystems.com