জনাব সজল রানা
আপনি ব্লগে বিভিন্ন সময়ে টাকা ইনকাম এর ব্যাপারে প্রচুর পোস্ট দেন।অভিজ্ঞরা জানেন আপনার পোস্টগুলো অধিকাংশই ফালতু টাইপের।আমি সেগুলো নিয়ে এখানে আলোচনা করতে চাই না।আপনার আজকের পোস্ট পড়ে কিছু মন্তব্য করতে চেয়েছিলাম।তাই এই পোস্টের অবতারণা-
১.আপনি বলছেন আপনি মেটা ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড ইস্যু করে নিয়ে আসেন।এটা ১০০% চাঁপাবাজি।মেটা ব্যাঙ্কের খেয়েদেয়ে কাজ নাই যুক্তরাস্ট্রে ব্যাবসা করে আপনাকে বাংলাদেশে কার্ড ইস্যু করবে।আপনি কি আপনার বক্তব্যের সমর্থনে কোন প্রমাণ পেশ করতে পারবেন?
২.আপনার প্রদত্ত লিংকে যেই কার্ডের ছবি দেখা যাচ্ছে সেটা পেইওনিয়ারের কার্ড।আর আপনার অবগতির জন্য জানাচ্ছি যে পেইওনিয়ার সরাসরি কাউকে কার্ড ইস্যু করে না।এর পার্টনার সাইট (যেমন ওডেস্ক) থেকে কার্ড নিতে হয়।
উল্লেখ্য পেওনিয়ারের কার্ডটা মেটাব্যাংক ইস্যু করে কিন্তু এটা পরিচালনা করে পেইওনিয়ার তাই একে মেটাব্যাঙ্কের কার্ড বলা যায় না।
৩.আপনি আপনার বন্ধু মেটা ব্যাঙ্কে কর্মরত ডেবিট জন এর মাধ্যমে কার্ড ইস্যু করান।এটা অসম্ভব।ডেবিট কার্ড কোন খেলনা নয় যে ইচ্ছা হলেই কাউকে দেয়া যায়।ব্যাংকের নীতিমালায় কার্ড ইস্যু করার নিয়ম না থাকলে স্বয়ং ব্যাঙ্কের প্রেডিডেন্টও কাউকে কার্ড দিতে পারবে না।
৪.আপনি ডেবিট জনের সাথে পরিচয়ের পর ডেবিট কার্ড ইস্যু করছেন।ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য কি ক্রেডিট জনের সাথে বন্ধুত্বের দরকার?
৫.আপনি নাকি চীন জাপান ও রাশিয়া থেকে বেশী অর্ডার পান।জাপানে কার্ডের সহজলভ্যতা সম্পর্কে আপনার কোন জ্ঞান আছে?
সর্বশেষে একটা কথা বলতে চাই-আপনার সাথে আমার কোন শত্রুতা নেই।আপনি কার্ডের ব্যাবসা করে কোটিপতি হয়ে গেলেও আমার কোন ক্ষতি নেই।কিন্তু আপনি যেভাবে ভুল তথ্য দিয়ে অর্থ উপার্জনে আগ্রহী মানুষকে বিভ্রান্ত করছেন সেটা দু:খজনক।
পরে সময় পেলে কিভাবে বৈধভাবে কার্ড পাওয়া সম্ভব সেটা নিয়ে একটা পোস্ট দেব।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১০ সকাল ১০:০৫