সূর্যমুখী কেন সূর্যের দিকে মুখ করে থাকে ?
প্রাণীদের মতো গাছেরও বাড় বৃদ্ধি এবং শারীরিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে নানা ধরনের হরমোনের বিশেষ ভ‚মিকা থাকে। গাছের অঙ্গ-প্রত্যঙ্গের বৃদ্ধির জন্য বিশেষ এক ধরনের হরমোন সাহায্য করে। সূর্যমুখীর ক্ষেত্রে এই হরমোন তৈরি হয় কুঁড়ির নিচে যে পাতা থাকে সেখানে। তৈরি হওয়ার পর তা চলে আসে ফুলের বোঁটায়। সূর্যমুখীর ক্ষেত্রে যেদিকে আলো পড়ে তার উল্টো দিকে বোঁটার অংশে হরমোন জমা হয়। এর ফলে ওই অংশে কোষের সংখ্যা বাড়ে এবং ওই বংশে বাড়তি চাপের দরুন কুঁড়ি উল্টো দিকে অর্থাৎ সূর্যের দিকে মুখ করে থাকে।
Forest আর Jungle এর র্পাথক্য জানেন কি?
অনেকেই মনে করেন দুটোই এক জিনিস। এটা আসলে ভুল। Forest হচ্ছে এমন একটি বন যেখানে গাছপালা একে অপরের থেকে একটি র্নিদিষ্ট দূরত্বে থাকে। Jungle হচ্ছে Forest এর সর্ম্পূন উল্টো। সেখানে গাছপালা অনেক ঘিজিবিজি অবস্থাই থাকে।
মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গুরত্বপূর্ণ সংখ্যাঃ
২৬৭ - দিন স্থায়ী হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ
২৬ - শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষনা করে
৩০,০০,০০০ - শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা
২০০,০০০ - নারী ও শিশু ধর্ষিত হয় মুক্তিযুদ্ধের সময়কালে
১১১১ - জন বুদ্ধিজীবিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়
১ - টি মাত্র মামলা দায়ের করা হয়েছিল পাক বাহিনীর যুদ্ধাপরাধের বিরুদ্ধে।
দেখুন তো জানেন কিনা ! না জানলে জেনে নিন ।
সক্রেটিস এর ছাত্র ছিলেন প্লেটো ,
প্লেটো এর ছাত্র ছিলেন এরিস্টটল ,
এরিস্টটল এর ছাত্র ছিলেন আলেকজান্ডার দ্যা গ্রেট ।
___ইন্টারনেট থেকে সংগৃহীত।