কাল রাতে আমার মনে হল কে আমাকে ডাকছে
কিন্তু এত রাতে কে ডাকতে পারে
এই ভাবতে ভাবতে ঘুম চোখে উঠে দেখি কেউ কোথাও নেই
আমি একা অফিসে নাইট ডিউটিতে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিলাম।
কিন্তু আওয়াজটা চেনা চেনা, কোথায় যেন শুনেছি
কে সে?
আজ আবার নাইট শিফট আছে। দেখি সে ডাকে কিনা।
কি চায় সে? কে সে? কি দিতে পারি আমি? কেন? কেন? সে ডাকছে কেন?
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৪