
একদিন আমি মরে যাবো।
তারপর মরে গিয়ে একরাশ ভারী ভারী কান্না
তারপর নীল ঐ আকাশটা নীল ই রবে,
বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দেবে কচুরীপানা
আর সব ফুলগুলো।
একদিন আমি মরে যাবো।
তারপর আর সব মুখগুলো আর সব সুখগুলো
ভেড়ার লোমের মত কোঁকরানো,
তারপর সূর্য্যরে খরতাপে পিঁপড়েরা ঐ দূরে
তারপর নীল চোখে প্রিয়তমা
তারপর ভালোবেসে ভুলে যাবে।
একদিন আমি মরে যাবো।
তারপর সব রাতে তারাগুলো জ্বলজ্বলে
আর সব মেঘ গুলো ভেসে যাবে
দূর থেকে হাত নেড়ে কাছে এসে
তারপর চাঁদটাও আমাকে ভুলে যাবে।
একদিন আমি মরে যাবো।
তারপর দিন শেষে রাস্তায় পরিচিত মুখগুলো
আর সব পরিচিত রিকশা
তারপর নিভে যাওয়া সন্ধ্যার আঙিনায়
আর সব মাঠ-ঘাট প্রান্তরে।
একদিন আমি মরে যাবো।
তারপর আর কোনো মিছিলে বা আড্ডায়
তারপর বন্ধুরা হাততালি মুখরিত,
আর সব সুখমাখা সময়ে
তারপর আমি যেন থাকবোনা।
একদিন আমি মরে যাবো।
তারপর একদিন পাখি হয়ে
তারপর একদিন নীড় ছেড়ে তুমিও
সব সুখ ফেলে দিয়ে মাটিতে
তারপর একদিন মরে যাবে।
একদিন আমি মরে যাবো।
তারপর ঘাসফুল, কাশফুল ফুটবে
তারপর আর কোনো পৃথিবীর বুক জুড়ে
আর সব গ্রহগুলো সময়েই
আর সব জীবীতরা আমাদের ভুলে যাবে।
একদিন সবাই মরে যাবে।