কেঁপে উঠে বসুধা...
থরথর থরথর....
আক্রোশে না অভিমানে?
ধর্ম,স্বার্থ,সম্পদ জাত্যাভিমান
আধিপত্যবাদে র নখর
ছিন্নভিন্ন করে নরোম পৃথিবীকে!
ফিলিস্তেনের অবুঝ শিশুর রক্ত আর প্রাণ
স্বার্থের জণ্য পৃথিবী জুড়ে চালানো তান্ডব
বোমা, মারনাস্ত্র..
তারচে বেশি লোভ
পৃথিবীর মানচিত্র বদলে দেয়া বহুবিধায়
প্রকৃতির বুকে প্রলয়-সম্পদ লালসার---
কার্বন আর ওজোনস্তরে
স্বার্থপর মানুষগুলো নিজের ধ্বংস দেখেও
কি অদ্ভুত প্রতিক্রিয়াহীন!!
আত্মহত্যার কোপনেগহেগেন, অনিশ্চিত সবুজ সুরক্ষা!
তুমি কি ত্যাক্ত বিরক্ত
নাকি ক্ষিপ্ততায় ক্রোধে আক্রোশে
মানুষরুপি প্রাণীগুলোকে ভয় দেখাতে
কেপে উঠো থরথর....?