মুদ্রাষ্ফতিরি ঘোড়া লাগামহীন
জীবন যাপনে ত্রাহি চিৎকার
পৌছেনা কারো কানে... মিডিয়ার সোরগোলে
চাপা পড়ে নিরন্নের আর্তনাদ।
ফ্লাসের ঝলকানীর তামশায়
নিরন্নও হাসে বোকা বোকা তামশা হাসি
পূজিবাদ পূজি করে তারেও
ক্ষুধার জ্বালা বাড়ে অগুনিতক।
সংস্কারের তলে চাপা পড়ে নিত্য সত্য
গোয়েবলস লজ্জায় মুখ লুকাত উপদেশ আর
উপদেষ্টাদের বাক্যাবলীতে...
নিলর্জ্ঝতারও একটা সীমা থাকা উচিত।
অসহায় ১৬ কোটি প্রাণ
কোন এক দৈবের দিকে চেয়ে
মুক্তির অপেক্ষায় প্রহর গোনে
দৈব আসে না... বাস্তবতার নুন ক্ষুধার ঘায়ে
আরও জ্বালা ধরায়।