সামুতে যখন কেউ প্রথম ব্লগার হিসেবে আসে তখন বেশ দীর্ঘ একটা সময় মডারেটরের পর্যবেক্ষনের মধ্য দিয়ে যেতে হয়। সময়টা নি:সন্দেহে ব্লগ জীবনের একটা কষ্টকর অধ্যায়! তখন মর্মে মর্মে উপলব্ধি করা যায় সামুর কঠিন নিয়মকানুনগুলোর কথা।
অনেক সাধনার পর নিরাপদ ব্লগার হিসেবে যখন স্বীকৃতি পাওয়া যায় সে ক্ষণটাই বোধহয় একজন ব্লগারের সবচেয়ে আনন্দের মুহূর্ত!
কিন্তু ব্লগীয় মহাসাগরের ঝড় ঝঞ্ঝায় অনেকেই টাল মাটাল হয়ে কী না কী করেন যে শেষ পর্যন্ত ডুবে মরা (ব্যান খাওয়া) ছাড়া উপায় থাকে না! নিজের সর্বস্ব - এতো দিনের কষ্ট করে লিখা পোস্ট - নিয়ে একদম সলিল সমাধি!
যারা আজীবনের জন্য সামুতে সলিল সমাধিত হয়েছেন তাদের জন্য সুখবর : খুব সহজে আপনার সাধের পোস্টগুলো উদ্ধার করুন। সত্যিই খুব সহজে এবং মডুদের পদমর্দন না করেই!
নিচে একটি ডুবে যাওয়া ব্লগ কে উদ্ধারের কাহিনী নিচে বর্ণিত হলো:
◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊
ধাপ ১: আমরা tonathegreat ব্লগটিকে উদ্ধার করতে যাচ্ছি, এটা দীর্ঘদিন ধরে ব্যান্ডিত অবস্থায় আছে। এই লিঙ্ক হলো এখানে ।
ধাপ ২: ব্রাউজারের অ্যাডেসবারে এই অ্যাড্রেসটি লিখুন:
▌http://m.somewhereinblog.net/blog/tonathegreat▐
শুধু tonathegreat -এর জায়গায় আপনার ব্লগের নাম বসিয়ে দিন।
এবার দেখুন ব্যান্ডিত ব্লগ আর তার পোস্টগুলো, এখানে ক্লিক ।
এবার প্রয়োজন মতো যেভাবে খুশি পোস্টগুলো কপি করে নিন!
◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊◊
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৯