মাসের ১৫ তারিখে হঠাৎ তার ছলেটা বলল তার নতুন বই চাই। মালিককে বলে তার কাছ থেকে ১ হাজার টাকা অগাম নিলেন। নিলেন নতুন নোট! বহু দোকানে গেলেন খুচরো করতে, পেলেন না। অতপর ব্যাংকে গেলেন, ধরা পরল তার ১০০০ টাকার নোটটা জাল। ব্যাংক তার নোটে ছিদ্র করে দিলেন।এবার কোথায় যাবেন তিনি ? মালিককে বললে চাকরি যাবে, ছেলেকে বললে দুঃখ পাবে, বৌকে বললে..............
হায়রে নতুন নোট !!!!!!!!!!!!!!!!!!!!