এটা আমার দুইশত তম পোস্ট। খুব ভালো লাগছে ২০০ টা পোস্ট দিতে পেরে। ১৯৭ টা খুব সুন্দর গান আছে আমার এই ব্লগে। কিছু কথা আপনাদের লিখতে ইচ্ছা করছে। কিছু তথ্যও হতে পারে।
ইচ্ছা
ইচ্ছা ছিল হাজার হাজার বাংলা গান দিয়ে ভরে ফেলব, গানে সঠিক তথ্য থাকবে। সামু হবে বাংলা গানের সব চেয়ে বড় ভান্ডার।
সুখ
খুব সুখের বিষয় সবাই আমাকে হেল্প করে বা করেছে, তবে কয়েকজন একটু বেশি উৎসাহ দিয়েছে জ্বী আপনাদের কথা বলছি, আপনারা কয়েক জন। অনেক ভালোলাগা, অনেক।
দুইজনের নাম লিখতেই হবে
একজন মনিরুল হাসান ভাইয়া, যিনি নিজেই নিজ কাধে তুলে নিয়েছেন গানের বানান গুলি ঠিক করার দায়িত্ব, উনার একটাই দাবি বানান সঠিক হাওয়া চাই, এক সময় হয়ত বলতে পারব ১০০ ভাগ সঠিক বানানে গান আছে একমাত্র সামুতে। আমার কখনো কখনো মনে হয় উনি শুধু ব্লগে আসেন গানের বানান ঠিক করতে। শ্রদ্ধা রইল।
আরেকজন হল গানচিল ভাইয়া। আপনার জানের উনি ১০০ তম পোস্ট দেবার পর ব্লগে খুব কম আসেন। তবে উনি আমর পোস্টে আসেন সঠিক তথ্য দিতে। ইয়েস - সামুতে সবাই পাবে সঠিক তথ্য। ইউটিউবে বাংলা গানের বেস্ট চ্যানেল উনার, বাংলা গানের জন্য উনার নিরব ভুমিকা আমাকে মুগ্ধ করেছে। আমাকে ইউটিউবের ব্যাপারে উনিই গাইড করেছেন।
আপনারা বলুন শ্রদ্ধা জানিয়ে পারা যায়?
ভুল
প্রথম দিকে যারা আমাকে গান সংগ্রহ করে দিয়েছিলেন তারা হয়ত বা অন্য কোন সাইট থেকে নিয়েছিল, সেখানে অনেক ভুল ছিল। সেগুলো আপনাদের সাহায্যে ওভারকাম করতে পেরেছি। আর অন্য সাইটের সাথে গানের লিংক মিলে যেতে পারে কারন সবাই বেস্ট সং টাই পোস্ট দেয়।
ছন্দপতন
সেই ১৫৫ তম পোস্টে পর আমার ছন্দ পতন ঘটল, ঐ রাতে আমি কেঁদেছিলাম , কষ্টে সব পোস্ট ড্রাফট করেছিলাম। আমি ঠিক ভাবে বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি তো কোন অন্যায় করিনি, আমি জানি না কে মডারেটর, কে এবং কেন আমার পোস্ট নেওয়া হল নির্বাচিত পাতায়, মডারেটরদের দৃষ্টি আকর্ষন করবার জন্য আলাদা পোস্ট দেওয়া যেত, আমার পোস্টে এমনিতেই ৪/৫ ব্লগার আসে, এটা আকর্ষন করার মত পোস্ট না, স্টিকি পোস্টে অনেকে যায় ওখানে লেখা যেত- একটা লিরিকস আর একটা ভিডিও লিঙ্ক নির্বাচিত পাতায় যাওয়া একদম ঠিক নয়, মডারেটররা দেখত, যারা স্টিকি করে তারা নিশচই বড় কমকর্তা, তারা দেখত। আমি কেন?
পোস্ট ড্রাফট ও কার জন্য করেছি শুনে খুব কাছের কেউ ব্লগ নিয়ে কোন কথা হবে না বলে সাফ জানিয়ে দিল। আমি কেঁদেছিলাম।
পরে আমাকে বোঝানো হল 'ঝিকে মেরে বউ কে শেখানো হইছে', আমি বুঝলাম, আমি মেনে নিলাম কারন উনি আমার খুব শ্রদ্ধেয় একজন মানুষ। উনি সঠিক কাজটাই করবেন আমার জন্য, কিন্তু ঝি'রাও মানুষ, তাদের মারলে তারা ব্যাথা পায়, বউ কোন অন্যায় করলে সেটা বউকে বলা উচিত, ঝিকে নয়। এটাই পুরুষদের আচারন হওয়া উচিত। সুতরাং আমার ছন্দে পতন ঘটল। আর তাই পরের ৪৫ টি পোস্ট দিতে ১২০ দিন লেগে গেল।
ভয়
আমার ভয় লাগত বা এখনও লাগে কোন পোস্ট দিতে, এই বুঝি আমার কাধে বন্দুক রেখে ফ্যায়ার করল মানে ঝি কে পেটালো। একজন জানাল আমি কেন ঘন ঘন সাময়িক পোস্ট দিই? ওত পেতে আছে আমাকে ধরবার জন্য, আমার ভিতরে নতুন ভয় কাজ করল। ভাইয়া কে বল্লাম, ভাইয়া বল্ল ধুস! কিন্তু আমি শংকা থেকে বের হতে পারলাম না। ফলে পোস্ট দেওয়া কমে গেল।
আমি জানি আমি সাহসী নই, আমাকে নিয়ে আবার কিছু হলে কষ্ট পাব, সেই কষ্টের ভাগি কেউ হবে না। সুতরাং বিদায় নেওয়াই ভালো, সাহসী হয়েই না হয় ফিরে আসাব। ঐ দিন রাতের কাঁদার কথা মনে পড়লে হাসি পায় এখন, সো তো সাহসী হচ্ছি।
দোয়া চাই
জুলাই তে আমার সেকেন্ড প্রফ। দোয়া করবেন সবাই প্লিজ। পড়াশুনায় মন দেব খুব করে।
মজার তথ্য
১। আমার ব্লগে যেই এসেছে একবার তার ব্লগে যেয়ে আমি পরিচিত হবার চেষ্ট করেছি, একটা হলেও মন্তব্য করেছি, তবে স্বর্ণা আপুকে কোন মন্তব্য করতে পারিনি কারন উনার কোন পোস্ট নাই, অভি ভাইয়ের ১ম পোস্ট ভাসানী দাদুর ছবি ওটা তে মন্তব্য করেছিলাম কিন্তু পরে দেখি সেটা নাই, সামুর বাগে খেতে পারে, আর একজনরে সাথে আমি পরিচিত হতে চাইনি। এই তিনজনই।
২। ইংরেজী
A Step You Can't Take Back - Keira Knightley গানটা আমি দেয়নি, অন্য একজন এক্সপেরিমন্ট চালিয়েছিল। সফলতা ব্যার্থতা তার। তবে খুব দারুন মজার ছিল।
শেষ কথা
আজ সারাদিন আমি ব্লগে থাকব, তারপর বিদায় নেব। বিদায় টা সাময়িক, ফিরে আসব হয়ত.. তবে সেটা দ্রতো নয়। আমি কোন ব্লগারের জাতও না, তবুও কেন এত নাটক করছি? কারণ ছেড়ে যেতে আমার নিজের কষ্ট হচ্ছে, লোল। বছরের ১ম দিনে নতুন করে সব শুরু করতে চাই।
পূর্ণ শ্রদ্ধ রয়েছে আপনাদের সাবার প্রতি, না কোন অভিযোগ করছি না কারো প্রতি, আমি জানি সবাই আমার পরম শুভাকাংখি।
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। ভালো থাকুন সবাই।
ও বন্ধু আপনাদের মিস করব ভীষণ
নোট-
চেষ্টা করব সবার মন্তব্যের উত্তর দেবার, তবে ৬ মাস এক বছর আথবা আরো দেরি হতে পারে। প্লিজ কেউ রাগ করবেন না।
অঘটনঘটনপটীয়সী আপু তোমাকে কোথায় মেল করব।
৯৯ টি সুন্দর গানের সংকলন
অ
অবসকিউর - মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়
অবসকিউর - কলিকালের ভণ্ড বাবা
অঞ্জন দত্ত - তুমি আসবে বলে তাই (এ্যালবামঃ পুরনো গীটার )
অঞ্জন দত্ত - 2441139 (চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো)
আ
আজম খান - আমি যারে চাই রে
আইয়ুব বাচ্চু (এলআরবি)- এখন অনেক রাত
আইয়ুব বাচ্চু - বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
আইয়ুব বাচ্চু (এলআরবি)- ঘুম ভাঙা শহরে
আইয়ুব বাচ্চু - সেই তুমি (চলো বদলে যাই)
আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন - সব সখিরে পার করিতে নেব আনা আনা
আর্ক (আশিকুজ্জামান টুলু) - এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
আর্ক (হাসান) -অভিমানে নয়
এ
এনেছি আমার শত জনমের প্রেম গানটি কার লেখা, সুরকার কে? (সাময়িক পোস্ট) (২৭-০৮-১৪ থেকে রেগুলার পোস্ট)
এন্ড্রু কিশোর - আমার সারাদেহ খেয়ো গো মাটি
ক
কিশোর কুমার - আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
কিশোর কুমার - আশা ছিল ভালোবাসা ছিল
কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) - তুমি আসবেই আমি জানি
কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) - ও গানওয়ালা
কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) - বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়) - তোমাকে চাই
চ
চাইম - কালো মাইয়া কালো বইলা
চিত্রা সিং - মনে কর যদি সব ছেড়ে হায়
জ
জেমস - হতেও পারে এই দেখা শেষ দেখা
জেমস - ফুল নেবে না অশ্রু নেবে
জাফর ইকবাল - সুখে থাকো ও আমার নন্দিনী
জগজিৎ সিং - বেদনা মধুর হয়ে যায়
দ
দেশের গান - পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
দেশের গান - ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
দিলরুবা খান - দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
দলছুট - বায়স্কোপ (তোমার বাড়ির রঙ্গের মেলায়)
ন
নজরুল গীতি - কারার ঐ লৌহ কপাট
নজরুল গীতি - আল্লাহ আমার প্রভু (ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল)
নজরুল গীতি - আল্লাহতে যার পূর্ণ ঈমান - (ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল)
নজরুন গীতি - ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ
নজরুল গীতি - হারানো হিয়ার নিকুঞ্জ পথে
নজরুল গীতি - খেলিছ এ বিশ্ব লয়ে
নজরুল গীতি - আলগা করো গো খোঁপার বাঁধন
নজরুল গীতি - এ কি অপরুপ রুপে মা তোমায়
নজরুল গীতি - চল চল চল
নচিকেতা - নীলাঞ্জনা ১ (সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা)
নচিকেতা - বৃদ্ধাশ্রম
প
পেপার রাইম - অন্ধকার ঘরে
পালবাসা সিদ্দিক - ভালবাসি তাই ভালবেসে যাই
পলবাশা সিদ্দীকি - আমি দেখতে পেলাম তারে (আমাদের গানচিল ভাইয়ার লেখা মিষ্টি একটি গান)
পার্থ বড়ুয়া - ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
ফ
ফিডব্যাক - মাঝি ( মাঝি তোর রেডিও )
ফিডব্যাক (লাবু রহমান) - বিদ্রোহী (এখন আমি বিদ্রোহী)
ফেরদৌস ওয়াহিদ - আমার প্রেমের তরী বইয়া চলে
ফিলিংস- জেল থেকে আমি বলছি
ভ
ভূপেন হাজারিকা - আজ জীবন খুঁজে পাবি
ম
মান্না দে - ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে
মান্না দে - কতদিন দেখিনি তোমায়
মিনা কার্টুনের সেই নস্টালজিক গান - আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
মনিটর ব্যান্ড - ছোট বেলার মত এসো ফুল তুলিতে যাই
মহীনের ঘোড়াগুলি - পৃথিবীটা নাকি ছোট হতে হতে
মৌসুমী ভৌমিক - বপ্ন দেখব বলে (আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে)
মিতালী মুখার্জী ও ভুপিন্দর সিং - যে টুকু সময় তুমি
মুজিব পরদেশী - আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
মাইলস - তুমি নাই
র
রবীন্দ্র সংগীত - আমার সকল দুঃখের প্রদীপ
রবীন্দ্র সংগীত - কৃষ্ণকলি (কালো? তা সে যতই কালো হোক)
রবীন্দ্র সংগীত - সেদিন দুজনে দুলেছিনু বনে ( গেয়েছেন জানা আপু + অারিল্ড ভাইয়া)
রবীন্দ্র সংগীত - মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে
রবীন্দ্র সংগীত - তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
রবীন্দ্র সংগীত - মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি
রবীন্দ্র সংগীত - আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ
রবীন্দ্র সংগীত (অপ্সরা আপির অসাম কন্ঠে গানটি শুনুন) - ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
রবীন্দ্র সংগীত - ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা
রবীন্দ্র সংগীত - নয়ন তোমারে পায় না দেখিতে
রাধারমণ দত্ত পুরোকায়েস্ত - আজ পাশা খেলবো রে শ্যাম
রুনা লায়লা - প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে - রুনা লায়লা
রুনা লায়লা - যখন আমি থাকবো নাকো
আগুন ও রুনা লায়লা - একাত্তুরের মা জননী
রেনেসাঁ - আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে
ল
লালন গীতি - জাত গেল জাত গেল বলে
লাকি আখন্দ - এই নীল মনিহার
লাকি আখন্দ - আমায় ডেকো না ফেরানো যাবে না
লতা মুঙ্গেশকর - কত যে কথা ছিল কত যে ছিল গান
শ
শাহ্‌ আব্দুল করিম - আগে কি সুন্দর দিন কাটাইতাম
শচীন দেব বর্মণ - তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি
শচীন দেব বর্মন - তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল
শচীন দেব বর্মন - ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
শেখ ইশতিয়াক - ভাগ্যের ডাক্তার ভাগ্যটা দেখে বলে
শুভ্রদেব - এ মন আমার পাথর তো নয়
শাহনাজ রহমতুল্লাহ - একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়
শহীদ, শুভমিতা ব্যাণার্জী - এক জীবন (তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়)
স
সৈয়দ আব্দুল হাদী - জন্ম থেকে জ্বলছি মাগো
সৈয়দ আব্দুল হাদী - চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
সৈয়দ আব্দুল হাদী - চোক্ষের নজর এমনি কইরা
সানী জুবায়ের - আজ আমার মন ভালো নেই
সোলস - চায়ের কাপে পরিচয় তোমার সাথে
হ
হেমন্ত মুখোপাধ্যায় - রানার (রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে)
হেমন্ত মুখোপাধ্যায় - মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
হেমন্ত মুখোপাধ্যায় - ওলির ও কথা শুনে বকুল হাসে
হায়দার হোসেন - আমি ফাইসা গেছি
হাসান - হৃদয়ের দুর্দিনে যাচ্ছে খরা (এ্যালবামঃ দেখা হবে বন্ধু)
হাবিব ও ন্যান্সি - দ্বিধা (বাহির বলে দূরে থাকুক)
A Step You Can't Take Back - Keira Knightley
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪২