হতাশার অন্ধকারে আচ্ছন্ন হৃদয়
হারিয়ে সুখের সব হীরে মতি চুনি
কষ্টের ক্রন্দন রোল দিকে দিকে শুনি
জীবনটা মনে হয় নিতান্ত অসার।
মানুষ পশুর মত হয়েছে নির্দয়
পৃথিবী হয়েছে যেন দুষ্টদের খনি
মানবের ঘাড়ে চঁড়ে রাহু আর শনি
একে একে বন্ধ করে নীতির দুয়ার।
অসহায়ে খানিকটা কেউ ভালবেসে
আবার কি করবেন সুনীতি প্রবল?
মানব উদ্ধারে কোন ত্রাণকর্তা এসে
বিনাশ কি করবেন দুষ্টদের দল?
আমরা ফেরৎ চাই শান্তি সুখ সব
অন্তরের অগ্নি জ্বালা করে অনুভব।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬